বাংলার খবর২৪.কম, ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ১৯৯০ এর মুক্ত হওয়া গণতন্ত্র আবার শৃঙ্খলিত হয়েছে।
তিনি বলেন, গণতন্ত্রকে চিরতরে নির্বাসনে দেয়ার জন্য দেশে এখন ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগের একতরফা নির্বাচনের মাধ্যমে একদলীয় সরকার ব্যবস্থা পুনরায় চালু করার গোপন চক্রান্ত এখন স্পষ্ট।
শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রোববার গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে বেগম খালেদা জিয়া এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন বলেন, যে স্বপ্ন নিয়ে নূর হোসেন জীবন উৎসর্গ করেছিলেন; তার সে স্বপ্ন আজো পুরোপুরি সফল হয়নি।
বেগম জিয়া আরো বলেন, ১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচার বিরোধী আন্দোলনের এক লড়াকু সৈনিক হিসেবে তিনি রাজপথে নেমে এসেছিলেন। বুকে পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ লিখে পথে নেমেছিলেন নূর হোসেন। সেই নূর হোসেনের অবদান বৃথা যায়নি। তার রক্তের ধারা বেয়েই ’৯০ এর গণঅভ্যুত্থানে স্বৈরশাসকের পতন ঘটে। মুক্ত হয় আমাদের গণতন্ত্র।
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার জন্য দল-মত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
-
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান