বাংলার খবর২৪.কম, বেরোবি : বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকের একাডেমিক প্রশাসনিক পদগুলো থেকে পদত্যাগসহ বিভিন্ন সমস্যার কারণে পেছালো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ। তবে কর্তৃপক্ষ পরিবর্তিত তারিখ এখনো ঘোষণা করতে পারেনি।
ভর্তির আবেদনের তারিখ ২৫ নভেম্বর রাত ১২ টা পর্যন্ত বৃদ্ধি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এর আগে ভর্তি পরীক্ষার আবেদনের শেষ তারিখ ছিল ১০ নভেম্বর। আর ৪, ৫, ৬ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
রোববার বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আবেদনের তারিখ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করলেও ভর্তি পরীক্ষার পরবর্তী তারিখ জানায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি আবেদনের তারিখ ২৫ নভেম্বর রাত ১২ টা পর্যন্ত করা হয়েছে। আগ্রহীরা মোবাইল ফোনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোর্শেদ উল আলম রনি শীর্ষ নিউজকে জানান, আবেদন করতে আগ্রহী শিক্ষার্থীরা যাতে একটু সুযোগ পান এ কথা চিন্তা করে আবেদনের তারিখ পরিবর্তন করা হয়েছে।
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষকের পদত্যাগ, তাছাড়া বিভিন্ন সমস্যার কারণে ভর্তি পরীক্ষার তারিখ নির্দিষ্ট করা সম্ভব হয়নি। তবে শীঘ্রই ভর্তি পরীক্ষার তারিখ জানানো হবে।
উল্লেখ্য, শিক্ষকদের আপগ্রেডেশনের বকেয়া বেতন নিয়ে সৃষ্ট জটিলতাকে কেন্দ্র করে রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষক।
তবে একাডেমিক প্রশাসনিক পদগুলো থেকে পদত্যাগ করলেও ক্লাস ও পরীক্ষা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন শিক্ষকরা।
বেরোবি শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের নের্তৃত্বে যে সকল পদ থেকে শিক্ষক বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেছেন তারা হলেন; কলা অনুষদের ডিন, বিজ্ঞান অনুষদের ডিন, বাংলা বিভাগের প্রধান, ইংরেজি বিভাগের প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান, লোকপ্রশাসন বিভাগের প্রধান, গণিত বিভাগের প্রধান, পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান, রসায়ণ বিভাগের প্রধান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রধান, মার্কেটিং বিভাগের প্রধান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সহকারী তিনজন সহকারী প্রভোস্ট, শহীদ মুখতার এলাহী হলের প্রভোস্ট।
বাকি কয়েকটি পদে দায়িত্বে থাকা শিক্ষকরা ছুটিতে থাকায় পদত্যাগ পত্র জমা দিতে পারেননি। পরবর্তী সময়ে তারা উপস্থিত হয়ে সেগুলো জমা দেবেন বলে জানা গেছে।
প্রতিষ্ঠার পর কার্যক্রম শুরুর পর থেকে বিশ্ববিদ্যালয়টিতে নানা জটিলতা লেগেই আছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান