ফারুক আহম্মেদ সুজন:ক্রীড়ার মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক সুনাম বয়ে এনেছে এবং ভবিষ্যতে ক্রীড়ার মাধ্যমে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি গড়ে তোলা হবে।
বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার একথা বলেন। এসময় যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় উপস্থিত ছিলেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়া উন্নয়নে সারা বাংলাদেশে যেসব অবকাঠামো নির্মিত হচ্ছে তার সঠিক বাস্তবায়ন, বিদ্যমান অবকাঠামোগুলোর সঠিক সংরক্ষণ ও ক্রীড়াবিদদের উপযুক্ত প্রশিক্ষণ প্রদানে আরো নিষ্ঠা ও গতিশীল হওয়ার জন্য জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহ্বান জানান।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এবং যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় জাতীয় ক্রীড়া পরিষদের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
পরে জাতীয় ক্রীড়া পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জামাল আহমেদ মজুমদার এর আকস্মিক মৃত্যুতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান