বাংলার খবর২৪.কম ডেস্ক : কলকাতায় শুরু হচ্ছে ২০ তম কলকাতা চলচ্চিত্র উৎসব। সোমবার থেকে এ উৎসবটি শুরু হবে।
কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে উৎসব উদ্বোধন করবেন অমিতাভ বচ্চন।
উৎসবে অতিথি হিসেবে আরো উপস্থিত থকবেন, শর্মিলা ঠাকুর, তনুজা, শাহরুখ খান, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন, দীপিকা পাডুকোন সহ আরো অনেকে।
এই উৎসবে অংশ নিচ্ছে ৬০টি দেশের ২৫৪ টি ছবি ও ৩০ টি দেশের ৫৪জন আমন্ত্রিত অতিথি। উদ্বোধনী দিনে দেখানো হবে ইতালির ছবি ইতালিয়ানোর বারাকো এবং ১৪ নভেম্বর শিশু বিভাগে বাংলাদেশের ছবি গাড়িওয়ালা দেখানো হবে ।
উৎসবে সুচিত্রা সেনের স্মরণে আলোচনা ও তার অভিনীত চলচ্চিত্র প্রদর্শনী হবে।
সম্প্রতি কলকাতার সংস্কৃতি কেন্দ্র নন্দনে আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসবের ঘোষণা করেন উৎসব কমিটির চেয়ারম্যান রঞ্জিত মল্লিক।
উৎসবের ছবিগুলো দেখানো হবে কলকাতার ১২টি প্রেক্ষাগৃহে।
কলকাতার রাজারহাট উপশহরের নজরুল তীর্থে সমাপনী উৎসব অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন রানী মুখার্জি ও ফারাহ খান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান