বাংলার খবর২৪.কম, নড়াইল: নড়াইলের দত্তপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আইয়ুব হোসেনের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানিসহ বিদ্যালয়ে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বেছায় পদত্যাগ করেছেন তিনি।
এ ঘটনায় ছাত্রীদের লিখিত অভিযোগের তদন্ত প্রতিবেদন শনিবার প্রধান শিক্ষকের কাছে জমা দেওয়া হয়।অভিযোগে জানা যায়, নড়াইল সদরের দত্তপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আইয়ুব হোসেন বিভিন্ন সময়ে ছাত্রীদের ভাল রেজাল্ট করার কথা বলে তার বাসায় প্রাইভেট পড়তে যেতে বলে। ছাত্রীরা তার বাসায় প্রাইভেট পড়তে গেলে তাদের সাথে অনৈতিক কাজ ও যৌন হয়রানি করে থাকে।বিষয়টি জানাজানি হলে গত ২৫ অক্টোবর ওই বিদ্যালয়ের ছয় জন ছাত্রী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অভিযুক্ত শিক্ষক আইয়ুব হোসেনের বিরুদ্ধে লিখিতভাবে অনৈতিক কার্যকলাপ ও যৌন হয়রানির অভিযোগ দেয়।এর প্রেক্ষিতে বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য আবুল বাশার শেখকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন হয়। শনিবার এ তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে। তবে সহকারী প্রধান শিক্ষক আইয়ুব হোসেন তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেন। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনৎ কুমার সাহা বলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কর্তৃক প্রশ্নপত্র ফাঁসের বিষয়টির সত্যতা পাওয়া গেছে।
ছাত্রীদের দেয়া অনৈতিক কাজ ও যৌন হয়রানির অভিযোগের বিষয়টির তদন্ত রিপোর্ট শনিবার জমা পড়েছে।
আউরিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও স্কুল কমিটির সভাপতি মো. আক্তার জানান, রোববার রিপোর্টটির আনুষ্ঠানিক ঘোষণা করার আগেই সহকারী প্রধান শিক্ষক আইয়ুব হোসেন স্বেছায় পদত্যাগ করে বিদ্যালয় ত্যাগ করে।