বাংলার খবর২৪.কম, ঢাকা: জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণের সময় পিছিয়ে ২৪ নভেম্বর দিন ধার্য্ করেছেন আদালত।
রোববার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক বাসুদেব রায় খালেদা জিয়ার আইনজীবীদের সময় আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য্ করেন।
আদালত থেকে বেরিয়ে খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, এ মামলায় বেআইনিভাবে অভিযোগ গঠন করা হয়েছে। এখানে আমরা ন্যায় বিচার পাবো না। আর এ কারণে আমরা আদালত স্থানান্তরের আবেদন করেছি। উচ্চ আদালতে এটি শুনানির জন্য অপেক্ষমান রয়েছে। উচ্চ আদালতে ওই আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাক্ষ্যগ্রহণ মুলতবির আবেদন করেছি। বিচারক তা মঞ্জুর করেছেন।
এর আগে রোববার বেলা ১১ টার দিকে ঢাকার বকশিবাজারে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে পৌঁছান বিএনপি প্রধান খালেদা জিয়া।
রোববার ঢাকার তৃতীয় বিশেষ জজ বাসুদেব রায়ের আদালতে মামলা দু’টির বাদী দুদকের উপ-পরিচালক হারুন অর রশিদের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য্ ছিলো।
এর আগে গত ৩ সেপ্টেম্বর এ দু’টি মামলায় আদালতে হাজিরা দেন খালেদা জিয়া। এরপর কয়েক দফা তারিখ পড়লেও নিরাপত্তার কথা বলে এবং উচ্চ আদালতে লিভ টু আপিল শুনানির অপেক্ষায় থাকার কারণ দেখিয়ে তিনি শুনানিতে অনুপস্থিত থাকেন।
গত ২২ সেপ্টেম্বর খালেদা জিয়ার সময়ের আবেদন নাকচ করে তার অনুপস্থিতিতেই একটি মামলায় বাদীর আংশিক সাক্ষ্যগ্রহণ হয়।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়ের করা এ দুটি মামলায় গত ১৯ মার্চ অভিযোগ গঠন করে আদালত।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান