বাংলার খবর২৪.কম, ঢাকা : সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টি-টিয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিলো অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
সিরিজের প্রথম দুটি ম্যাচে উভয় দল একটি করে জয় পেলে তৃতীয় ম্যাচটি অলিখিত ফাইনালে রুপান্তরিত হয়। আর তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে দুই উইকেটে হারিয়ে সিরিজ ঘরে তুললো অসিরা।
রোববার সিরিজের শেষ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফ্রিঞ্চ। এরপর অসি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রানের মাঝারি সংগ্রহ দাড় করাতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার পক্ষে ওপেনার রেজা হেন্ড্রিকস ৪৮ বল খেলে ৫ চারে সর্বোচ্চ ৪৯ রান করেন। এবং অপর ওপেনার ডি কক ২৭ বল খেলে ৫টি চার ও ২টি ছক্কায় ৪৮ রান করেন। এছাড়া ডেভিড মিলার ২৬ বলে অপরাজিত ৩৪ রান করেছেন।
অস্ট্রেলিয়ার পক্ষে জেমস ফল্কনার ২৮ রানে তিনটি উইকেট দখল করেছেন।
এরপর জয়ের জন্য ১৪৬ রানের মাঝারি টার্গেটে ব্যাটিং করতে নেমে এক বল হাতে রেখে দুই উইকেটের জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। অসিদের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করে অপরাজিত থাকেন ক্যামেরুন হোয়াইট। মাত্র ৩১ বল খেলে ৪টি চার ও একটি ছক্কার সাহায্যে এই রান করেন তিনি। এবং অধিনায়ক অ্যারন ফ্রিঞ্চ ২৫ বল মোকাবিলা করে ২টি করে চার ও ছক্কার সাহায্যে করেছেন ৩৩ রান। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েল ১৫ বলে ২টি চার ও একটি ছক্কায় ২৩ রান করেছেন।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ডেভিড উইসি ২১ এবং রবিন পিটারসেন ২৮ রানে তিনটি করে উইকেট নিয়েছেন।
ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার পেসার জেমস ফল্কনার।