ঢাকার বাইরে থেকে জরুরি প্রয়োজনে যারা ঢাকায় আসেন, তাদের বেশিরভাগই রাতে থাকতে হয় আবাসিক হোটেলগুলোতে। কিন্তু প্রায়ই এসব আবাসিক হোটেলে ঘটছে খুন, ধর্ষণসহ নানা অপরাধ। প্রশ্ন দেখা দিয়েছে অতিথিদের জন্য রাজধানী ঢাকার হোটেলগুলো আসলে কতটা নিরাপদ?
অনুসন্ধানে দেখা গেছে- বেশিরভাগ হোটেলের লাইসেন্স নেই। কর্তৃপক্ষের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাও অত্যন্ত নাজুক। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নিরাপত্তার দিকগুলো নিশ্চিত না হলে ওই হোটেলে না ওঠার পরামর্শ পুলিশ কর্মকর্তাদের।
সম্পুর্ন সংবাদ এবং ভিডিও দেখুন নিচে