বাংলার খবর২৪.কম:রাজধানীর বাড্ডার হোসেন মার্কেটে আন্দোলনরত তোবা গ্রুপের পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় শ্রমিক নেত্রী মোশরেফা মিশু ও জলিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সংঘর্ষের একপর্যায়ে পুলিশ তোবা গ্রুপের কারখানায় ঢুকে টিয়ার গ্যাস ব্যবহার করে ও পিটিয়ে আন্দোলনকারী শ্রমিকদের বের করে দেয়।
এর পর হোসেন মার্কেটের সামনে থেকে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশন সভাপতি মোশরেফা মিশু ও গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সম্পাদক জলি তালুকদারকে আটক করে বেলা ২টার দিকে তাদের টেনে-হিঁচড়ে পুলিশের গাড়িতে করে নিয়ে যায়।
পুলিশ বেলা সোয়া ১টার দিকে ভবনের সপ্তম তলায় গিয়ে অনশনকারীদের ওপর চড়াও হয়। এতে দুই শতাধিক শ্রমিক আতঙ্কিত হয়ে সাত তলা থেকে নেমে আসেন। সেখানেও তাদের ওপর জলকামান ব্যবহার করা হয়।
এ সময় বাইরে বেশ কিছু ফাঁকা গুলিও ছোড়া হয় বলে আন্দোলনরত শ্রমিকেরা জানিয়েছেন।
দেশের সব পোশাক কারখানায় বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হয়েছে।
তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির সমন্বয়ক শ্রমিকনেত্রী মোশরেফা মিশু বৃস্পতিবার দুপুরে এ ঘোষণা দেন। এর পরই তাঁকে ও শ্রমিকনেত্রী জলি তালুকদারকে আটক করে পুলিশ।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, মিশু ও জলিকে আটক করা হয়েছে। তাঁদের বাড্ডা থানায় নেওয়া হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান