বাংলার খবর২৪.কম, ঢাকা : ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের দায়ে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে জাহাঙ্গীর আলম (২৭) নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার রাত ৮টায় ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানায় সোপর্দ করেছে র্যাব। জাহাঙ্গীর আলম ডিএমপির প্রটেকশন বিভাগে কর্মরত।
তার গ্রেফতারের বিষয়টি র্যাব-২ নিশ্চিত করেছে।
ধানমন্ডি থানা পুলিশ জানায়, র্যাব একজন কনস্টেবলকে গ্রেফতার করে থানায় সোপর্দ করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর ধানমন্ডির ব্যবসায়ী আব্দুল মান্নানকে অপহরণ করে তিন পুলিশ কনস্টেবল। এরপর তার কাছ থেকে ব্রাক ব্যাংক গুলশান শাখার একটি চেকে দেড় লাখ টাকা মুক্তিপণ হিসেবে স্বাক্ষর করিয়ে নেয়।
শনিবার জাহাঙ্গীর সেই টাকা উত্তোলন করেছে।
পরে ব্যবসায়ী আব্দুল মান্নান বিষয়টি র্যাবকে জানালে র্যাব জাহাঙ্গীরকে গ্রেফতার করে।