চার দিকে ঝোপঝাড়। ছোটখাটো একটা জঙ্গলই বলা চলে। স্থানটি একটি বন্ধ কবরখানা। জঙ্গল তো কী, তার মধ্যেই চলছে উদ্দাম যৌনতা আর
মাদকের ছড়াছড়ি। এতেই অতিষ্ঠ এলাকার বাসিন্দারা। তাও আবার খোদ লন্ডনের বুকে।
স্থানীয় বাসিন্দারা এ নিয়ে পুলিশকেও অভিযোগ জানিয়েছেন। এলাকর বাসিন্দা এক লেখক
ডেমিয়েন ডুগান-রায়ান জানান, 'যাঁরা এই কাণ্ড ঘটাচ্ছেন, তাঁরা বেশির ভাগই ভবঘুরে
আর গৃহহীন। শতাব্দী প্রাচীন আর ঐতিহ্যশালী স্থানে এমন কাজ হচ্ছে, যা ভাষায় বর্ণনা
করা যায় না।' এলাকার বাসিন্দাদের আরও অভিযোগ, জায়গাটির রেলিং বা পাচিল এমন
কিছু উঁচু নয়। ফলে সহজেই টপকে ঢোকা যায়। আর এ জন্যই এটা মাদক নেওয়া আর উদ্দাম
যৌনতার স্বর্গরাজ্য হয়ে উঠেছে।
স্থানীয় একটি রেস্তোরাঁর মালিক আতিক চৌধুরী বলেন, 'এরা তো মাঝে মাঝে তরুণী বা
যুবতী মায়েদের উপর নজর দিয়েছে। জানি না কবে বড় দুর্ঘটনা ঘটে যাবে। যাঁরা এখানে
আসছেন, তাঁরা খুবই অর্গ্যানাইজ্ড, ফলে ভয়ে ভয়ে থাকি। মাঝে মাঝে তো মনে হয়, যেন
ডিকেন্সিয়ান যুগে ফিরে গিয়েছি।'
এই গোরস্থানটি ও সংলগ্ন গির্জাটি ১৮৪০ সালে তৈরি করা হয়েছিল। এটি ইউরোপের
অন্যতম পুরনো গির্জা। কিন্তু এখানে লোকজন যান না। কারণ কবরগুলিকে ঘিরে গাছ গজিয়ে
উঠে সেগুলিতে ফাটল ধরিয়ে দিয়েছে। অনেকগুলিই তার মধ্যে ভেঙে গিয়ে ভেতরকার কঙ্কাল
বেরিয়ে আসে। ২০১২ সালের পর থেকে আর কেউই সেখানে যান না। আর এই সুযোগেই
সেখানে এই আখড়া তৈরি হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান