অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo ফিটনেসবিহীন গাড়ি বন্ধে অভিযান চলমান থাকবে : মহাসড়ক বিভাগের সচিব Logo নামে খাকদোন নদী ,নাব্য সংকটে ব্যাহত নৌ চলাচল,সারাবছর ধরেই বাধা থাকে ড্রেজিং মেশিন Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে গরু পারাপারকারী আহত ১ Logo দহগ্রাম সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণ বন্ধ করে দিলো বিজিবি, সীমান্তে টহল জোরদার Logo সীমান্ত আইন লঙ্ঘনে আগ্রাসী বিএসএফ দহগ্রাম-আঙ্গরপোতা জোরপূর্বক বেড়া নির্মাণ, উত্তেজনা Logo সীমান্ত হতে বিজিবি কর্তৃক ১৩ লক্ষ টাকা মাদকদ্রব্যসহ ০৫ জন চোরাকারবারী আটক Logo বিজিবির আপত্তিতে শূন্যরেখা থেকে স্থাপনা সরিয়ে নিল বিএসএফ Logo রাজশাহীর পবা হাইওয়ে থানার শৃঙ্খলা ও দুর্ঘটনা রোধকল্পে করণীয় সম্পর্কে মতবিনিময় সভা Logo বাউফলে রাস্তা অবরুদ্ধ করে ঘর তোলার প্রতিবাদে মানববন্ধন!

বন্ধ গোরস্থানে উদ্দাম যৌনতার আখড়া!!

kooooontitled-1চার দিকে ঝোপঝাড়। ছোটখাটো একটা জঙ্গলই বলা চলে। স্থানটি একটি বন্ধ কবরখানা। জঙ্গল তো কী, তার মধ্যেই চলছে উদ্দাম যৌনতা আর

মাদকের ছড়াছড়ি। এতেই অতিষ্ঠ এলাকার বাসিন্দারা। তাও আবার খোদ লন্ডনের বুকে।

স্থানীয় বাসিন্দারা এ নিয়ে পুলিশকেও অভিযোগ জানিয়েছেন। এলাকর বাসিন্দা এক লেখক

ডেমিয়েন ডুগান-রায়ান জানান, ‘যাঁরা এই কাণ্ড ঘটাচ্ছেন, তাঁরা বেশির ভাগই ভবঘুরে

আর গৃহহীন। শতাব্দী প্রাচীন আর ঐতিহ্যশালী স্থানে এমন কাজ হচ্ছে, যা ভাষায় বর্ণনা

করা যায় না।’ এলাকার বাসিন্দাদের আরও অভিযোগ, জায়গাটির রেলিং বা পাচিল এমন

কিছু উঁচু নয়। ফলে সহজেই টপকে ঢোকা যায়। আর এ জন্যই এটা মাদক নেওয়া আর উদ্দাম

যৌনতার স্বর্গরাজ্য হয়ে উঠেছে।

স্থানীয় একটি রেস্তোরাঁর মালিক আতিক চৌধুরী বলেন, ‘এরা তো মাঝে মাঝে তরুণী বা

যুবতী মায়েদের উপর নজর দিয়েছে। জানি না কবে বড় দুর্ঘটনা ঘটে যাবে। যাঁরা এখানে

আসছেন, তাঁরা খুবই অর্গ্যানাইজ্‌ড, ফলে ভয়ে ভয়ে থাকি। মাঝে মাঝে তো মনে হয়, যেন

ডিকেন্সিয়ান যুগে ফিরে গিয়েছি।’

এই গোরস্থানটি ও সংলগ্ন গির্জাটি ১৮৪০ সালে তৈরি করা হয়েছিল। এটি ইউরোপের

অন্যতম পুরনো গির্জা। কিন্তু এখানে লোকজন যান না। কারণ কবরগুলিকে ঘিরে গাছ গজিয়ে

উঠে সেগুলিতে ফাটল ধরিয়ে দিয়েছে। অনেকগুলিই তার মধ্যে ভেঙে গিয়ে ভেতরকার কঙ্কাল

বেরিয়ে আসে। ২০১২ সালের পর থেকে আর কেউই সেখানে যান না। আর এই সুযোগেই

সেখানে এই আখড়া তৈরি হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বন্ধ গোরস্থানে উদ্দাম যৌনতার আখড়া!!

আপডেট টাইম : ১২:৫৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০১৪

kooooontitled-1চার দিকে ঝোপঝাড়। ছোটখাটো একটা জঙ্গলই বলা চলে। স্থানটি একটি বন্ধ কবরখানা। জঙ্গল তো কী, তার মধ্যেই চলছে উদ্দাম যৌনতা আর

মাদকের ছড়াছড়ি। এতেই অতিষ্ঠ এলাকার বাসিন্দারা। তাও আবার খোদ লন্ডনের বুকে।

স্থানীয় বাসিন্দারা এ নিয়ে পুলিশকেও অভিযোগ জানিয়েছেন। এলাকর বাসিন্দা এক লেখক

ডেমিয়েন ডুগান-রায়ান জানান, ‘যাঁরা এই কাণ্ড ঘটাচ্ছেন, তাঁরা বেশির ভাগই ভবঘুরে

আর গৃহহীন। শতাব্দী প্রাচীন আর ঐতিহ্যশালী স্থানে এমন কাজ হচ্ছে, যা ভাষায় বর্ণনা

করা যায় না।’ এলাকার বাসিন্দাদের আরও অভিযোগ, জায়গাটির রেলিং বা পাচিল এমন

কিছু উঁচু নয়। ফলে সহজেই টপকে ঢোকা যায়। আর এ জন্যই এটা মাদক নেওয়া আর উদ্দাম

যৌনতার স্বর্গরাজ্য হয়ে উঠেছে।

স্থানীয় একটি রেস্তোরাঁর মালিক আতিক চৌধুরী বলেন, ‘এরা তো মাঝে মাঝে তরুণী বা

যুবতী মায়েদের উপর নজর দিয়েছে। জানি না কবে বড় দুর্ঘটনা ঘটে যাবে। যাঁরা এখানে

আসছেন, তাঁরা খুবই অর্গ্যানাইজ্‌ড, ফলে ভয়ে ভয়ে থাকি। মাঝে মাঝে তো মনে হয়, যেন

ডিকেন্সিয়ান যুগে ফিরে গিয়েছি।’

এই গোরস্থানটি ও সংলগ্ন গির্জাটি ১৮৪০ সালে তৈরি করা হয়েছিল। এটি ইউরোপের

অন্যতম পুরনো গির্জা। কিন্তু এখানে লোকজন যান না। কারণ কবরগুলিকে ঘিরে গাছ গজিয়ে

উঠে সেগুলিতে ফাটল ধরিয়ে দিয়েছে। অনেকগুলিই তার মধ্যে ভেঙে গিয়ে ভেতরকার কঙ্কাল

বেরিয়ে আসে। ২০১২ সালের পর থেকে আর কেউই সেখানে যান না। আর এই সুযোগেই

সেখানে এই আখড়া তৈরি হয়েছে।