পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ঈদের ছুটি শেষে বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানিসচল Logo আব্দুল্লাহপুর ফ্লাইওভার এ অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে বিআরটিএ’র মোবাইল কোর্ট এর অভিযান Logo বিআরটিএর সারাদেশে অভিযানে ৪৫১ মামলা, সাড়ে ৯ লাখ টাকা জরিমানা Logo ঢাকা-দিনাজপুর- রংপুর হাইওয়েতে মোবাইল কোর্ট অভিযানে যানবাহনে ১৪ টি মামলা Logo পাটগ্রামে পৌর জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত Logo ৩০০ ফিটে ওভারস্পিডে বিভিন্ন যানবাহনে মামলা বিআরটিএ মোবাইল কোর্টের Logo ঢাকা- চিটাগাংরোড সড়কে বিআরটিএ মোবাইল কোর্টের অভিযান Logo সারাদেশে বিআরটিএ-র অভিযানে ৩৩৮ মামলা, ৬ লাখ ৮০ হাজার টাকা জরিমানা Logo চট্টগ্রাম-ঢাকা সড়কে ঈদ পরবর্তী দুর্ঘটনা ও ওভার স্পিড রুখতে বিআরটিএ’র অভিযান Logo সড়কে শৃঙ্খলা আনতে ও ওভার স্পিড নিয়ন্ত্রণে রংপুরে মোবাইল কোর্ট অভিযান

বন্ধ গোরস্থানে উদ্দাম যৌনতার আখড়া!!

kooooontitled-1চার দিকে ঝোপঝাড়। ছোটখাটো একটা জঙ্গলই বলা চলে। স্থানটি একটি বন্ধ কবরখানা। জঙ্গল তো কী, তার মধ্যেই চলছে উদ্দাম যৌনতা আর

মাদকের ছড়াছড়ি। এতেই অতিষ্ঠ এলাকার বাসিন্দারা। তাও আবার খোদ লন্ডনের বুকে।

স্থানীয় বাসিন্দারা এ নিয়ে পুলিশকেও অভিযোগ জানিয়েছেন। এলাকর বাসিন্দা এক লেখক

ডেমিয়েন ডুগান-রায়ান জানান, ‘যাঁরা এই কাণ্ড ঘটাচ্ছেন, তাঁরা বেশির ভাগই ভবঘুরে

আর গৃহহীন। শতাব্দী প্রাচীন আর ঐতিহ্যশালী স্থানে এমন কাজ হচ্ছে, যা ভাষায় বর্ণনা

করা যায় না।’ এলাকার বাসিন্দাদের আরও অভিযোগ, জায়গাটির রেলিং বা পাচিল এমন

কিছু উঁচু নয়। ফলে সহজেই টপকে ঢোকা যায়। আর এ জন্যই এটা মাদক নেওয়া আর উদ্দাম

যৌনতার স্বর্গরাজ্য হয়ে উঠেছে।

স্থানীয় একটি রেস্তোরাঁর মালিক আতিক চৌধুরী বলেন, ‘এরা তো মাঝে মাঝে তরুণী বা

যুবতী মায়েদের উপর নজর দিয়েছে। জানি না কবে বড় দুর্ঘটনা ঘটে যাবে। যাঁরা এখানে

আসছেন, তাঁরা খুবই অর্গ্যানাইজ্‌ড, ফলে ভয়ে ভয়ে থাকি। মাঝে মাঝে তো মনে হয়, যেন

ডিকেন্সিয়ান যুগে ফিরে গিয়েছি।’

এই গোরস্থানটি ও সংলগ্ন গির্জাটি ১৮৪০ সালে তৈরি করা হয়েছিল। এটি ইউরোপের

অন্যতম পুরনো গির্জা। কিন্তু এখানে লোকজন যান না। কারণ কবরগুলিকে ঘিরে গাছ গজিয়ে

উঠে সেগুলিতে ফাটল ধরিয়ে দিয়েছে। অনেকগুলিই তার মধ্যে ভেঙে গিয়ে ভেতরকার কঙ্কাল

বেরিয়ে আসে। ২০১২ সালের পর থেকে আর কেউই সেখানে যান না। আর এই সুযোগেই

সেখানে এই আখড়া তৈরি হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঈদের ছুটি শেষে বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানিসচল

বন্ধ গোরস্থানে উদ্দাম যৌনতার আখড়া!!

আপডেট টাইম : ১২:৫৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০১৪

kooooontitled-1চার দিকে ঝোপঝাড়। ছোটখাটো একটা জঙ্গলই বলা চলে। স্থানটি একটি বন্ধ কবরখানা। জঙ্গল তো কী, তার মধ্যেই চলছে উদ্দাম যৌনতা আর

মাদকের ছড়াছড়ি। এতেই অতিষ্ঠ এলাকার বাসিন্দারা। তাও আবার খোদ লন্ডনের বুকে।

স্থানীয় বাসিন্দারা এ নিয়ে পুলিশকেও অভিযোগ জানিয়েছেন। এলাকর বাসিন্দা এক লেখক

ডেমিয়েন ডুগান-রায়ান জানান, ‘যাঁরা এই কাণ্ড ঘটাচ্ছেন, তাঁরা বেশির ভাগই ভবঘুরে

আর গৃহহীন। শতাব্দী প্রাচীন আর ঐতিহ্যশালী স্থানে এমন কাজ হচ্ছে, যা ভাষায় বর্ণনা

করা যায় না।’ এলাকার বাসিন্দাদের আরও অভিযোগ, জায়গাটির রেলিং বা পাচিল এমন

কিছু উঁচু নয়। ফলে সহজেই টপকে ঢোকা যায়। আর এ জন্যই এটা মাদক নেওয়া আর উদ্দাম

যৌনতার স্বর্গরাজ্য হয়ে উঠেছে।

স্থানীয় একটি রেস্তোরাঁর মালিক আতিক চৌধুরী বলেন, ‘এরা তো মাঝে মাঝে তরুণী বা

যুবতী মায়েদের উপর নজর দিয়েছে। জানি না কবে বড় দুর্ঘটনা ঘটে যাবে। যাঁরা এখানে

আসছেন, তাঁরা খুবই অর্গ্যানাইজ্‌ড, ফলে ভয়ে ভয়ে থাকি। মাঝে মাঝে তো মনে হয়, যেন

ডিকেন্সিয়ান যুগে ফিরে গিয়েছি।’

এই গোরস্থানটি ও সংলগ্ন গির্জাটি ১৮৪০ সালে তৈরি করা হয়েছিল। এটি ইউরোপের

অন্যতম পুরনো গির্জা। কিন্তু এখানে লোকজন যান না। কারণ কবরগুলিকে ঘিরে গাছ গজিয়ে

উঠে সেগুলিতে ফাটল ধরিয়ে দিয়েছে। অনেকগুলিই তার মধ্যে ভেঙে গিয়ে ভেতরকার কঙ্কাল

বেরিয়ে আসে। ২০১২ সালের পর থেকে আর কেউই সেখানে যান না। আর এই সুযোগেই

সেখানে এই আখড়া তৈরি হয়েছে।