বাংলার খবর২৪.কম, ঢাকা: জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে অবশেষে বিশেষ আদালতে যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার রাত ১১ টা পর্যন্ত আলিয়া মাদ্রাসা মাঠের বিশেষ আদালতে রোববার হাজিরা না দেওয়ার সিদ্ধান্ত ছিল খালেদা জিয়ার।
তবে এরপরপরই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দীন খোকনের সঙ্গে বৈঠকের পর হাজিরা দেওয়ার সিদ্ধান্ত আসে বেগম জিয়ার পক্ষ থেকে।
শনিবার রাতে খালেদা জিয়ার আইনজীবীরা জানান, এ মামলার বিষয়ে উচ্চ আদালতে দুটি লিভ টু আপিলসহ তিনটি আবেদন শুনানির অপেক্ষায় আছে। এটি জানিয়ে কার্যক্রম মুলতবির জন্য নিম্ন আদালতে আবেদন করা হবে।
আইনের বিধান অনুযায়ী এসব আবেদনের শুনানি ও নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিম্ন আদালতে মামলার কার্যক্রম চলবে না।