অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

‘কাইজ্যা’র মহড়া আতঙ্কে গ্রাম ছাড়ছে শত শত মানুষ

বাংলার খবর২৪.কমindex_57262, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় ১২টি গ্রামে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ‘কাইজ্যা’র মহড়ায় লিপ্ত হয়েছে হাজার হাজার মানুষ। এতে আতঙ্কে গ্রাম ছাড়তে শুরু করেছে শত শত মানুষ, শুরু হয়েছে লুটপাট।

শনিবার বিকেল ৪টার দিকে শৈলকুপার সারুটিয়া ইউনিয়নে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইউনিয়নের কাতলাগাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে দুটি প্যানেলে সাত শতাধিক অভিভাবক সদস্যদের মধ্যে ভোটে পক্ষ বিপক্ষ ও গ্রাম্য দলাদলীর সৃষ্টি হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে ঢাল-সড়কি, রামদা, ছোরা, তরবারি উদ্ধারে পুলিশের তৎপরতা না থাকায় গ্রামে গ্রামে এসব দেশীয় অস্ত্রের মজুদ সাধারণ মানুষকে শঙ্কায় ফেলেছে।

সারুটিয়া ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান মামুন জানান, ইউনিয়নের গ্রামে গ্রামে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রের মজুদ রয়েছে। যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।

এমনকি কোনো কোনো গ্রামে লুটপাট শুরু হয়েছে বলেও জানান তিনি।

এদিকে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিঞা জানান, শুক্রবার রাত থেকেই সারুটিয়া ইউনিয়নের গ্রামে গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

সড়ক দূর্ঘটনায় প্রধান শিক্ষক ও জামায়াত নেতা নিহত

‘কাইজ্যা’র মহড়া আতঙ্কে গ্রাম ছাড়ছে শত শত মানুষ

আপডেট টাইম : ১২:৩৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০১৪

বাংলার খবর২৪.কমindex_57262, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় ১২টি গ্রামে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ‘কাইজ্যা’র মহড়ায় লিপ্ত হয়েছে হাজার হাজার মানুষ। এতে আতঙ্কে গ্রাম ছাড়তে শুরু করেছে শত শত মানুষ, শুরু হয়েছে লুটপাট।

শনিবার বিকেল ৪টার দিকে শৈলকুপার সারুটিয়া ইউনিয়নে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইউনিয়নের কাতলাগাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে দুটি প্যানেলে সাত শতাধিক অভিভাবক সদস্যদের মধ্যে ভোটে পক্ষ বিপক্ষ ও গ্রাম্য দলাদলীর সৃষ্টি হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে ঢাল-সড়কি, রামদা, ছোরা, তরবারি উদ্ধারে পুলিশের তৎপরতা না থাকায় গ্রামে গ্রামে এসব দেশীয় অস্ত্রের মজুদ সাধারণ মানুষকে শঙ্কায় ফেলেছে।

সারুটিয়া ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান মামুন জানান, ইউনিয়নের গ্রামে গ্রামে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রের মজুদ রয়েছে। যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।

এমনকি কোনো কোনো গ্রামে লুটপাট শুরু হয়েছে বলেও জানান তিনি।

এদিকে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিঞা জানান, শুক্রবার রাত থেকেই সারুটিয়া ইউনিয়নের গ্রামে গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে।