বাংলার খবর২৪.কম ডেস্ক : বর্ধমান বিস্ফোরণের ঘটনায় এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তার নাম সাজিদ বলে জানা গেছে।
শনিবার বিকেলে বিধাননগর থানা পুলিশ তাকে কলকাতা বিমানবন্দর এলাকা থেকে আটক করে।
সাজিদ বর্ধমান বিস্ফোরণকাণ্ডের মাস্টার মাইন্ড বলেও জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে সাজিদ জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ জেএমবি’র সদস্য। তাকে ধরিয়ে দিলে ভারতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ (ন্যাশনাল ইন্টিলিজেন্স এজেন্সি) ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল।
এর আগে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বিস্ফোরণে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) নাম আসায় নড়েচড়ে বসেছিল দুদেশই।
এ ঘটনায় ভারতজুড়ে সতর্কতা জারি ও বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতে নজরদারী কঠোর করা হয়েছিল।
এমনকি পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্ত বন্ধেরও নির্দেশ দেয়া হয়েছিল।
সূত্র : ইন্ডিয়া টাইমস
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান