বাংলার খবর২৪.কম, নিউইর্য়ক: এটি বাংলাদেশি বংশোদ্ভূত এক মেয়ের বিদেশের মাটিতে তারকাখ্যাতি পাওয়ার গল্প। নাম তার আরিয়ানা আয়েশা আফসার। বন্ধুদের আরি ডাকেই সাড়া দেন তিনি।
মেয়েটির বাবা বাংলাদেশি। ক্যালিফোর্নিয়াতেই জন্ম আরির, সেখানেই বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই সংস্কৃতিমনা সে। এখন পড়ছেন লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায়। স্নাতক সম্পন্ন করেছেন ওয়েস্টভিউ হাই স্কুল থেকে।
১৯৯১ সালের ২২ অক্টোবর ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে তার জন্ম। সে হিসেবে বয়স এখন ২৪।
তিনি আমেরিকান আইডল আটের সেমিফাইনালিস্ট। মাত্র ১৪ বছর বয়সেই আউটস্ট্যান্ডিং টিন হিসেবে পরিচিতি পান তিনি।
চার বছর আগে অর্থাৎ ২০১০ সালে মিস ক্যালিফোর্নিয়া হন আরি। এখানেই থেমে নেই। মিস আমেরিকার সেরা দশেও তার অবস্থান ছিল। লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার এ শিক্ষার্থী একে একে নিজেকে এভাবেই মেলে ধরেছেন।
মিস ক্যালিফোর্নিয়া ও মিস আমেরিকা প্রতিযোগিতায় অংশ নেয়ার আগেই ২০০৯ সালে আমেরিকান আইডলের সেরা আটে জায়গা করে নেন আরি।
গানের সঙ্গেই তার যত প্রেম। গান লেখেন, নিয়মিত গেয়েও থাকেন। পড়াশোনাটাও গানের ওপর। বিশ্ববিদ্যালয়ে এথনোমিউজিকোলজি নিয়ে পড়েন আরি। এটি এমন বিষয়, যেখানে সংস্কৃতি ও সমাজ থেকে গান কিভাবে উঠে আসে তা-ই পড়ানো হয়। উল্টোটাও হয়, মানে গান দিয়ে সমাজকে বোঝার চেষ্টাও করা হয় বিষয়টিতে। ২০১৩ এর মে মাসে আরি তার সহপাঠী অ্যান্ডরু সেডারের সঙ্গে ট্রেড হার্টস নামের একটি গান পরিবেশন করেন।
হৃদয়ভাঙা বিষয়- কষ্টদায়ক গান ছিল সেটি। আরি নিজেই বলেছেন, গানটি খুবই হৃদয়স্পর্শী। যাদের হৃদয় ভেঙেছে, তারা সবাই গানটি পছন্দ করবেন। তার গাওয়া বনি রেইটের ‘আই কান্ট মেক ইউ লাভ মি’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়।
২০১৩-এর জানুয়ারিতে গানটি প্রকাশ হয়। আগের বছর ডিসেম্বরে নিজের গাওয়া ব্রুনো মার্সের লকড আউট অব হ্যাভেন গানটি প্রকাশ করেছিলেন আরিয়ানা। গানটির তুমি আমাকে এমন অনুভব দাও যেন স্বর্গে আছি বাক্যটি তার খুব পছন্দের। ক্যালভিন হ্যারিসের সুইট নাথিং গানটি তিনি গেয়েছিলেন একই বছরের ফেব্রুয়ারি মাসে।
সে বছরের সেপ্টেম্বরে আরি কিফার শেকেলফোর্ড (কিবোর্ড), জেসন পিটস (গিটার), জে. জনসন (বেজ গিটার) এবং জি জনসনকে নিয়ে দল গঠন করেন। রিহান্নার আই ওয়ান্ট ইউ টু স্টে গানটি গেয়ে আরির দলের আত্মপ্রকাশ। নভেম্বরে তিনি গেয়েছিলেন জেসন মার্জের লাকি। নভেম্বরে র্যাপার জর্জ ওয়াটস্কির সঙ্গে মিউজিক ট্যুরে বেরিয়ে আসর জমিয়েছিলেন পুরো ইউরোপে।
আরিয়ানা জ্যাজ এবং পপ ঘরানার গান করেন বেশি। সেলিন ডিওন, এলা ফিটজেরাল্ড এবং রেজিনা স্পেক্টরের ভক্ত তিনি। ওয়াল্ট ডিজনির ‘মেক ইওর মার্ক অন্য দ্য ওয়ার্ল্ড’ ক্যাম্পেইনের তিনি লিড ভোকালিস্ট।
গানের সঙ্গে সঙ্গে অভিনয়েও রয়েছে আরিয়ানার পদচারণা। এ বছরই তার অভিনীত মৌজ মাস্তিয়া নামে একটি পাঞ্জাবি ছবি মুক্তি পেয়েছে। কমেডি ধাঁচের এ ছবিতে আরির চরিত্রের নাম ডলি। ওএমজি! ইএমটি! এবং আনইউজুয়াল সাসপেক্ট নামের টিভি সিরিজেও অভিনয় করেছেন আরি। আসছে জানুয়ারিতে ইপি (এক্সটেন্ডেড প্লে যেখানে একটার বেশি গান থাকে, তবে অ্যালবাম বলা যায় না) নিয়ে আসছেন আরি। এটি প্রযোজনা করেছে বিশ্বখ্যাত সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান টিইকে, যারা মাইলি সাইরাস, সেলিন ডিওনের মতো শিল্পীর অ্যালবাম করে থাকে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান