বাংলার খবর২৪.কম, কুড়িগ্রাম : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের অষ্টআশিরচর সীমান্তে বিএসএফের ধাওয়া খেয়ে ব্রহ্মপুত্র নদে লাফ দেওয়ার দুইদিন পর আব্দুল আউয়াল (৪৫) নামের বাংলাদেশি কৃষকের লাশ
উদ্ধার করেছে কচাকাটা থানা পুলিশ।
গত বৃহস্পতিবার বিএসএফ’র ধাওয়া খেয়ে প্রাণ বাঁচাতে নদীতে লাফ দেন ওই বাংলাদেশি কৃষক।
বিজিবি সূত্র জানায়, ওই এলাকায় আব্দুল আউয়াল ও আব্দুল হাকিম নামের দুই কৃষক ঘাস কাঁটতে-কাঁটতে ভারতের ২০ মিটার অভ্যন্তরে ঢুকে পড়েন।
এ সময় চৌকিরচর সীমান্ত ফাঁড়ির বিএসএফের একটি টহল দল তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে দৌঁড়ে এসে ব্রহ্মপুত্র নদে লাফ দিলে আব্দুল আউয়াল স্রোতের টানে ভেসে যান। আর আব্দুল হাকিম সাঁতরে পাড়ে চলে আসেন।
শনিবার দুপুরে এলাকাবাসী আউয়ালের লাশ ব্রহ্মপুত্র নদে ভাসতে দেখে কচাকাটা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে বিকেলে লাশ উদ্ধার করে।
কচাকাটা থানার (ওসি) মো: তবারক আলী সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পানিতে ডুবে মৃত্যু হওয়ায় স্থানীয় চেয়ারম্যান লাশের তদন্ত করে তার পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করেছেন।
কুড়িগ্রামের ৪৫ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার মেজর এটিএম হেমায়েতুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।