বাংলার খবর২৪.কম, ঢাকা : দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায়সঙ্গত দাবি পূরণে বর্তমান সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
শনিবার আইডিইবি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস-২০১৪ উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে ডিপ্লোমা প্রকৌশলীদের বিভিন্ন সমস্যার সম্মানজনক সমাধানের লক্ষ্যে দ্রুত উদ্যগ নেয়া হবে। তৃণমূলপর্যায়ে সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে ডিপ্লোমা প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে তিনি উল্লেখ করেন।
আইডিইবি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডেন্ট এ কে এম এ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আব্দুস সোবহান গোলাপ। এতে অন্যদের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমানসহ বিভিন্ন জেলা ও সার্ভিস এসোসিয়েশনের নেতারা আলোচনায় অংশ নেন। শিল্পমন্ত্রী বলেন, জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনবল প্রয়োজন। কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা উৎপাদনশীলতা বাড়াতে বিশেষভাবে সহায়তা করে। এ বিবেচনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে প্রথম পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ নিয়েছিলেন। এর ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর দেশের প্রত্যেক জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট এবং বৃহত্তর জেলাগুলোতে কারিগরি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিয়েছেন। ফলে অভ্যন্তরীণ শিল্প উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দক্ষ জনশক্তি রপ্তানির সুযোগ সৃষ্টি হয়েছে। বিদেশে কর্মরত জনবলের রেমিট্যান্স প্রবাহ অব্যাহত থাকায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২২ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে তিনি মন্তব্য করেন।
ড. আব্দুস সোবহান গোলাপ বলেন, প্রযুক্তিনির্ভর সমাজ বিনির্মাণের অভীষ্ট লক্ষ্য নিয়ে বর্তমান সরকার জোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ফলে বিশ্বমন্দার মাঝেও বাংলাদেশ ধারাবাহিকভাবে ৬ শতাংশেরও বেশি প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয়েছে। দেশের রপ্তানি আয়, রেমিট্যান্স, শিল্পায়ন, কর্মসংস্থান, তথ্যপ্রযুক্তি ব্যবহারসহ সকলখাতে বর্তমান সরকার জোট সরকারের চেয়ে অনেক এগিয়ে রয়েছে। বর্তমানে দেশের প্রায় ১১ কোটি মানুষ মোবাইল ফোন ও ৫ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে বলে তিনি জানান।
পরে মন্ত্রী গণপ্রকৌশল দিবস উপলক্ষে আইডিইবি আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন। র্যালিটি আইডিইবি ভবন থেকে শুরু হয়ে মৎস্য ভবন, হাইকোর্ট, জাতীয় প্রেসক্লাব ও পল্টন মোড় ঘুরে কাকরাইলে আইডিইবি ভবনে এসে শেষ হয়। এতে কয়েক হাজার ডিপ্লোমা প্রকৌশলী অংশ নেয়।