বাংলার খবর২৪.কম, রাজশাহী : রাজশাহী নগরীর বেশ কয়েকটি প্রাইভেট ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। শনিবার দুপুরে ওই অভিযান পরিচালিত হয়।
এসময় আল মদিনা কিউর নার্সিং হোমকে ৫০ হাজার টাকা এবং একতা ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল আক্তারের নেতৃত্বে এতে অংশ নেয় র্যাব-৫ রেলওয়ে কলোনি ক্যাম্পের একটি দল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল আক্তার জানান, দুপুরে নগরীর সিপাইপাড়া এলাকায় অবস্থিত আল-মদিনা কিউর নার্সিং হোমে অভিযান চালানো হয়। এসময় চিকিৎসক-নার্স না থাকা সত্ত্বেও অস্ত্রোপাচার এবং অব্যস্থাপনার অভিযোগে সেটির মালিক আবুল কালাম আজাদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ করে মুক্তিপান তিনি।
এছাড়া নগরীর একতা ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার এবং লেজার ডায়গনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এসময় একতার এক্সরে করার অনুমোদনের নবায়ন না থাকায় এবং লেজারের কিছু কাগজপত্র না থাকায় প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান