বাংলার খবর২৪.কম:বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান আগের মতোই রয়েছে।’
অন্যদিকে তিনি বলেন, ‘পদ্মা সেতু বাস্তবায়নে বিশ্ব ব্যাংক, জ্যাইকা, আইডিবি ও এডিবির সঙ্গে বাংলাদেশ সরকারের সমন্বয়ের জন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছিল। আগামীতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।’
পাঁচ দিনে বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলা সফর শেষে বৃহস্পতিবার সকালে মার্কিন রাষ্ট্রদূত ফরিদপুর সার্কিট হাউসে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।
এ সময় পদ্মায় লঞ্চ ডুবিতে হতাহতের ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন। মজীনা বলেন, বাংলাদেশ ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অচিরেই দেশটি সমৃদ্ধশালী দেশে পরিণত হবে। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রের ব্যাপারে আমি খুবই আশাবাদী।