বাংলার খবর২৪.কম, ঢাকা : রাজধানীর মেরুল বাড্ডার নিমতলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক প্রকৌশলীসহ দুই জন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে নিমতলা এলাকার ১ নম্বর কালী মন্দিরের পাশের একটি নির্মাণাধীন ভবনের অষ্টম তলায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, প্রকৌশলী রাশেদ (২৫) এবং নিরাপত্তাকর্মী আহমদ (২২)। তাদের আহত অবস্থায় উজ্জল নামে এক যুবক ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।
তিনি জানান, নির্মাণাধীন ভবনের অষ্টম তলায় প্রতিদিনের মত তারা কাজ করছিলেন। এসময় একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে তাদের উপরে পড়ে। এসময় তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান