বাংলার খবর২৪.কম, ঢাকা : ১৯৮০ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের সাবেক তারকা ফুটবলারদের প্রতিষ্ঠান সোনালী অতীত ক্লাবের ব্যবস্থাপনায় শনিবার থেকে শুরু হয়েছে ‘ম্যাক্স অনূর্ধ্ব ১০-১২ ফুটবল উৎসব-২০১৪।’
প্রতিযোগিতার প্রথম দিনে মোট ২৪টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথমদিনে খেলার উল্লেখযোগ্য ফলাফল হলো : গ্রুপ-এ’তে ব্রাদার্স ইউনিয়ন (নারায়নগঞ্জ) ১-০ গোলে হারায় ভূঁইয়া ফুটবল একাডেমিকে। বি-গ্রুপে মদনগঞ্জ ফুটবল একাডেমি গোল শূন্য ড্র করে ফরহাদ স্মৃতি ফুটবল একাডেমির সাথে। সি-গ্রুপে আসাদুজ্জামান এফএ ২-১ গোলে পরাজিত করে মোনেম মুন্না স্মৃতি ফুটবল একাডেমিকে। ডি-গ্রুপে জাহিদ স্মৃতি সংসদ গোল শূন্য ড্র করেছে তোতা স্পোর্টিং ক্লাবের সাথে। গ্রুপ-বি’তে কমলাপুর ফুটবল একাডেমি গোল শূন্য ড্র করেছে মদনগঞ্জ ফুটবল একাডেমির সাথে। গ্রুপ-ডি’তে নিজেদের দ্বিতীয় খেলায় জাহিদ স্মৃতি সংসদ ৩-০ গোলে হারায় খিলগাঁও প্রগতি সংঘকে। গ্রুপ-সি’তে পাওয়ারম্যান এফ এ গোলশূন্য ড্র করে মোমেন মুন্না স্মৃতি ফুটবল একাডেমির সাথে। এ-গ্রুপে সখিপুর ফুটবল একাডেমি গোল শূন্য ড্র করেছে ভূঁইয়া ফুটবল একাডেমির সাথে। তবে গ্রুপ-ডি’তে ক্রিয়েটিভ ফুটবল একাডেমি ৩-০ গোলে হারিয়েছে খিলগাঁও প্রগতি সংঘকে।
সেভেন এ সাইড এই ফুটবল উৎসবে ৪টি গ্রুপে বিভক্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে মোট ১৬টি দল অংশ গ্রহণ করছে। এই ১৬ দলের মধ্য থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে ৮টি দল। এ-গ্রুপ থেকে সখিপুর ফুটবল একাদশ ও আরামবাগ ফুটবল একাদশ (বি)। বি-গ্রুপ থেকে বাংলাদেশ এসসি ও ফরহাদ স্মৃতি ফুটবল একা:। সি-গ্রুপ থেকে আসাদুজ্জামান ফুটবল একাদশ ও আরামবাগ ফুটবল একাদশ (এ)। এবং ডি-গ্রুপ থেকে তোতা স্পোর্টিং ক্লাব ও ক্রিয়েটিভ ফুটবল একাডেমি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান