মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান : ঈদ আনন্দ নিরানন্দ হয়ে গেছে পদ্মায় লঞ্চডুবির ঘটনায়। অদক্ষ চালক আর ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী দুর্ঘটনার অন্যতম কারণ। ধারাবাহিকভাবে প্রশাসনের নজরদারি ও গাফিলতির অভাবে সাধারণ মানুষ জীবন দিচ্ছে। বিশেষ করে সুষ্ঠু জবাবদিহির অভাবে দুর্ঘটনা রোধ করা যাচ্ছে না; বরং গাণিতিক হারে তা বাড়ছে।
এক পরিসংখ্যানে জানা গেছে, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত নৌ-দুর্ঘটনায় ১০ সহস্রাধিক যাত্রী প্রাণ হারিয়েছেনে। এর মধ্যে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে শতাধিক। সবচেয়ে বেশী প্রাণহানি ও লঞ্চ দুর্ঘটনা সংঘঠিত হয়েছে ২০১৩ সালে। ওই তিনটি বড় লঞ্চ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১ হাজার ১০৫ জনের। সর্বশেষ গত ৩ আগস্ট মুন্সিগঞ্জের মাওয়া ঘাটের কাছে পদ্মা নদীতে এম এল পিনাক-৬ নামের একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে নিখোঁজ হন দুই শতাধিক ২০০ যাত্রী। ৬ আগস্ট পর্যন্ত ১৫ জনের লাশ উদ্ধার করা হয়। দুর্ঘটনার ৩ দিন পরও লঞ্চটি শনাক্ত করা সম্ভব হয়নি অথচ ডিজিটাল দাবিদার সরকার ক্ষমতায়।
লঞ্চটি দুর্ঘটনার পর শরীয়তপুর, গোপালগঞ্জ, মাদারীপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন হারানো শোকাহতরা জীবন্ত ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়ে এখন লাশের অপেক্ষায় নদীর কূলে আহাজারি করছেন। অনেকের পরিবারে একাধিক প্রাণহানি ঘটেছে। কাঁদতে কাঁদতে সেসব পরিবারের অনেকেরই চোখের পানি শুকিয়ে গেছে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে তারা হারিয়ে যাওয়া স্বজনদের খুঁজছেন। সুদূর শরীয়তপুর, গোপালগঞ্জ, মাদারীপুর থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত স্বজন হারানোদের বাঁধভাঙা কান্নায় বাতাস ভারী। কোথাও একটি লাশের খবর ফেলে পাগলের মতো ছুটে যাচ্ছেন সেখানে। এ ব্যাপারে যাদের ব্যর্থতা পাহাড়সম, তাদের দায় তদন্ত কমিটি ঘটনের মধ্যেই যেন সীমাবদ্ধ। পদত্যাগ, কর্মচ্যুতি ও কারণ দর্শানোর ঘটনা এসব ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে না। ফলে দুর্ঘটনা কমছে না, থামছে না সাধারণ মানুষের কান্না। অথচ দায়িত্বশীলরা বহাল তবিয়তে! জনগণের প্রতি ন্যূনতম দায়বোধ ও কমিটমেন্ট থাকলে অনেক আগেই যাদের ধারাবাহিক ব্যর্থতার জন্য ক্ষমা চেয়ে বিদায় নেওয়া ছিল অধিক যুক্তিযুক্ত।
কদিন আগে নারায়ণগঞ্জে র্যাবের ৩ কর্মকর্তা টাকার বিনিময়ে ৭ জনকে খুন করেছেন। যিনি এ খুনের নেতৃত্ব দেন তিনি এক মন্ত্রীর জামাতা। মন্ত্রীর ছেলের মধ্যস্থতায় কোটি কোটি টাকার বিনিময়ে এই খুনের ঘটনা সংঘটিত হয়েছে বলে চাউর আছে। এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার কথা আদালতে স্বীকার করে বিস্তারিত বিবরণ দিয়েছেন র্যাবের আটক ৩ কর্মকর্তা। দুষ্টের দমন শিষ্ঠের পালনে নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের হাতে নাগরিকরা আজ গুম, খুন, অপহরণ হওয়ার ঘটনা ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে বলে প্রায় সর্বত্র আওয়াজ উঠছে। পাশাপাশি বিরোধী দল ও মানবাধিকার কর্মী ও মানবতাবাদীরা এ নিয়ে রাজপথসহ সর্বত্র সোচ্চার। নারায়ণগঞ্জে স্বজন হারানোদের আর্তনাদ আর হাহাকারে আল্লার আরশ কাঁপলেও রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় পাচ্ছে এর সঙ্গে সংশ্লিষ্ট পাপিষ্টরা। নারায়ণগঞ্জসহ দেশের সচেতন মানুষের আঙুল যাদের দিকে নির্দেশিত, তারা আইনের আওতায় না আসায় স্বজন হারানোদের বেদনা আরো দ্বিগুণ হয়েছে।
শবে-বরাতের রজনী কাটতে না কাটতেই রাজধানীতে ঘটে গেছে হৃদয়বিদারক ঘটনা। আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে একই পরিবারের ১০ জনকে ঘরে তালা লাগিয়ে পুড়িয়ে হত্যা করা হয়। আইন-শৃঙ্খলা বাহিনী এলাকার কাউকে এগিয়ে গিয়ে সহযোগিতা করতে দেয়নি। নিরাপদে আগুনে পুড়ে জীবন্ত মানুষগুলো অঙ্গারে পরিণত হয়! জীবন, সম্পদ ও আব্রু রক্ষা যাদের দায়িত্ব, তাদের সহযোগিতায় ১০ জন মানুষকে খোদ রাজধানীতে হত্যার ঘটনা আইনের শাসন ও মানবাধিকারে বিশ্বাসীদের অবাক করেছে। মিরপুরের কালসীর বিহারি পল্লীতে সংঘটিত এ ঘটনায় স্বজন হারানো ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাহাকার কিছুতেই থামছে না। এ ঘটনার সময় উপস্থিত থাকা মানুষরা উত্তর খুঁজে পান না, আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্বহীনতার। তাদের প্রশ্ন, তাহলে মানুষ নিরাপত্তার জন্য কার কাছে যাবে; কার দ্বারস্থ হবে। আশ্রয় ও নিরাপত্তা পাবে কার কাছে। এসব প্রশ্নের সমাধান ও সদুত্তর না পাওয়ায় সাধারণ মানুষের হাহাকার ও আর্তনাদ থামছে না।
শিরোনাম :
মন্তব্য প্রতিবেদন : সাধারণ মানুষের হাহাকার থামবে কবে?
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৫:৩৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০১৪
- ১৬৪৭ বার
Tag :
জনপ্রিয় সংবাদ