বাংলার খবর২৪.কম, সিলেট : সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলি গ্রামে পুলিশের উপর হামলার ঘটনায় মনাফ বাহিনীর প্রধান আব্দুল মনাফসহ শতাধিক আসামির নামে মামলা দায়ের করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই খায়রুল বাশার বাদী হয়ে শনিবার এসল্ট মামলা দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা যায়, অবৈধভাবে বীরকুলি গ্রামের আব্দুল মনাফের নেতৃত্বে তার বাহিনী থুবরী শিলচান গ্রুপ জলমহাল দখলের প্রস্তুতি চালায়। খবর পেয়ে গোয়াইনঘাট থানার ওসি আব্দুল হাই শতাধিক পুলিশ নিয়ে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ওই গ্রামে অভিযান চালান। পুলিশি অভিযানের খবর পেয়ে মনাফ বাহিনী পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। অবস্থা বেগতিক দেখে পুলিশ ৭৪ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে। অপরদিকে মনাফ বাহিনী পাল্টা গুলি ও ইট পাটকেল নিক্ষেপ করে।
এতে গোয়াইনঘাট থানার ওসি রুহুল আমিন, এসআই খায়রুল বাশার, এসআই হাবিবুর রহমান, এসআই মিজানুর রহমান, এসআই জাকির হোসেন, এসআই আব্দুল হাদি, এএসআই রবিউল, এএসআই দুলালসহ ১৯ পুলিশ সদস্য আহত হন।
বর্তমানে তারা গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় নারীসহ ৫ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মৃত আতাউর রহমানের ছেলে মনির উদ্দিন (৪০), আব্দুস সালামের ছেলে কামাল উদ্দিন (১৬), নাজমা বেগম (২৮) ও মনির উদ্দিনের স্ত্রী ছালেহা খাতুন (২৬)।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হাই জানান, বীরকুলি গ্রামের আব্দুল মনাফ দীর্ঘদিন থেকে চাঁদাবাজি, খুন, হত্যা, নারী ও শিশু নির্যাতনসহ একাধিক অনৈতিক কর্মকা- চালিয়ে আসছে।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানায় তার নামে একাধিক মামলা রয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান