বাংলার খবর২৪.কম , ঢাকা: তালেবানের বিরুদ্ধে সরাসরি যু্দ্ধে ন্যাটো বাহিনী আর থাকছে না৷ নেতৃত্বে চলে আসছে আফগান বাহিনী৷ ন্যাটো প্রধান জেনস স্টলেনবার্গ জানিয়েছেন, এর ফলে আফগান সেনাদের মৃত্যুহারও বাড়ছে৷
নাইন ইলেভেনের টুইন টাওয়ার হামলার পর তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আফগানিস্তানে যায় ন্যাটো বাহিনী৷ গত ১৩ বছরে এ যুদ্ধে ২,২১০ জন মার্কিনসহ মোট সাড়ে তিন হাজার বিদেশি সৈন্য মারা গেছে৷ মার্কিন এবং ন্যাটোভুক্ত অন্য দেশগুলো নিজেদের সৈন্য প্রত্যাহার এবং যুদ্ধক্ষেত্র থেকে তাদের সরিয়ে আফগানদের প্রশিক্ষণ দেয়া এবং অন্যান্য কাজে নিয়োজিত করছে৷ ফলে যুদ্ধক্ষেত্রের নেতৃত্ব নিচ্ছে আফগান সেনারা৷
শুক্রবার ন্যাটোর নবনির্বাচিত মহাসচিব জেনস স্টলেনবার্গ জানান, এর ফলে যু্দ্ধে আফগান সেনাদের মৃত্যুহার বাড়ছে৷ ২০১৩ সালে যেখানে সব মিলিয়ে ৪,৩৫০ জন আফগান সেনা যুদ্ধে প্রাণ দিয়েছিল, সেখানে এ বছর ১০ মাসেই মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪,৬৩৪৷
এ বছরের মধ্যেই আফগানিস্তানের যুদ্ধক্ষেত্র থেকে নিজেদের সৈন্য পুরোপুরি সরিয়ে নেবে ন্যাটো৷ তারপর আফগান সেনাদের প্রশিক্ষণ দেয়াসহ অন্য কিছু সহায়ক কাজের জন্য মোট ১২ হাজার বিদেশি সৈন্য থাকবে আফগানিস্তানে৷
গত ১ অক্টোবর ন্যাটোর মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর এই প্রথম আফগানিস্তান সফরে গেলেন জেনস স্টলেনবার্গ৷ বৃহস্পতিবার তিনি আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে সাক্ষাত করেন৷ স্টলেনবার্গ শুক্রবার গিয়েছিলেন আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর হেরাতে৷ সেখানে ইটালির সেনাঘাঁটিতে গিয়ে তালেবানের বিরুদ্ধে যুদ্ধে প্রাণ বিসর্জন দেয়া সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানান৷ তালেবানের বিরুদ্ধে যুদ্ধে এ পর্যন্ত ইটালির ৫৩ জন সৈন্য প্রাণ হারিয়েছেন৷
জেনস স্টলেনবার্গ জানান, ন্যাটো ভবিষ্যতেও আফগানিস্তানের পাশে থাকবে৷ এ বছর সেনাবাহিনীর প্রশিক্ষণ এবং বেতন-ভাতার ব্যয় সংকুলানের জন্য আফগান সরকারকে ৪১ লক্ষ ডলার দেবে ন্যাটো৷-এএফপি
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান