বাংলার খবর২৪.কম,ঢাকা: প্রতিষ্ঠার ৭৪ বছরের মধ্যে সবচেয়ে কঠিন সময় পার করছে বাংলাদেশের বৃহত্তম ইসলামি রাজনৈতিক দল জামায়াতে ইসলামী৷ দলটির আমিরসহ চার শীর্ষ নেতার মাথার ওপর ঝুলছে ফাঁসির দণ্ড৷
দলটির আধ্যাত্মিক নেতা গোলাম আযমও ৯০ বছরের কারাদণ্ড মাথায় নিয়ে মুত্যুবরণ করেছেন৷ এছাড়া বর্তমান কর্মপরিষদের ২২ জনের ৯ জন আছেন কারাগারে৷ বাকিরা হয় নিষ্ক্রিয়, নয় পলাতক৷
গত সপ্তাহের কর্মদিবসের চারদিনই ছিল জামায়াতের হরতাল৷ আর একদিন ছিল আশুরার সরকারি ছুটি৷ জামায়াত এই চার দিনসহ মোট পাঁচদিন হরতাল করেছে তাদের দলের আমির মতিউর রহমান নিজামী, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান এবং কেন্দ্রীয় নেতা মীর কাসেম আলীর বিরুদ্ধে দেয়া মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে৷ কিন্তু এবার হরতালে নেতা-কর্মীদের রাজপথে দেখা যায়নি৷ জনজীবনে পড়েনি তেমন কোনো প্রভাব৷ হরতাল ডাকার মধ্যেই সীমাবদ্ধ ছিল৷ অনেকেই ৫ জানুযারির নির্বাচনের আগে জামায়াতের হরতাল বা আন্দোলনের সঙ্গে এবারের হরতালকে মেলাতে পারেননি৷ জামায়াতের এই ‘হোমিওপ্যাথিক’ হরতাল তাদের বিস্মিত করেছে৷
আরেক দিকে জামায়াতের দীর্ঘদনের রাজনৈতিক বন্ধু এবং একই জোটের প্রধান রাজনৈতিক দল বিএনপি জামায়াতের কাছ থেকে দূরত্ব বজায় রাখছে৷ জামায়াতের নেতাদের বিরুদ্ধে দেয়া ফাঁসির দণ্ডের রায়ের পরও বিএনপি কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না৷ এমনকি বাংলাদেশে জামায়াতের প্রতিষ্ঠাতা এবং আধ্যাত্মিক গুরু গোলাম আযমের মৃত্যুর পরও বিএনপি আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেখায়নি৷
জামায়াতের বর্তমান অবস্থা
বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার শুরুর পর থেকেই জামায়াতের দুর্দিন শুরু৷ একের পর এক আটক হতে থাকেন দলের শীর্ষ নেতারা৷ ১৯৭১ সালে দলটি বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেয়৷ কিন্তু ১৯৭৮ সাল থেকে তারা আবার রাজনীতিতে পুনর্বাসিত হতে শুরু করে৷ বিএনপির সঙ্গে জোট বেঁধে ২০০১ সালে দলটি সবচেয়ে সুবিধাজনক অবস্থায় চলে যায়৷ তারা সংসদে ১৭টি আসন পায় এবং জামায়াত নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ মন্ত্রিত্ব পান৷ দুই-তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় যায় বিএনপি-জামায়াত জোট সরকার৷ বিএনপি জামায়াতের জোট এখনো অটুট, কিন্তু ৫ জানুয়ারির নির্বাচনের আগে বিশেষ করে কাদের মোল্লা এবং সাঈদীর দণ্ডের পর জামায়াত-শিবির যে সহিংসতা দেখায় তা বিপাকে ফেলে বিএনপিকে৷ ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের মতোই এই সহিংসতা দেশে, বিদেশে ব্যাপক সমালোচনার মুখে পড়ে৷ তাই এই দায় এড়াতে বিএনপি জামায়াতের কাছ থেকে ‘পোশাকি’ দূরত্ব বজায় রাখছে৷
জামায়াতের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম নির্বাহী পরিষদের ২২ সদস্যের ৯ জনই এখন কারাগারে৷ বাইরে থাকা ১৩ জন সদস্যের মধ্যে ৯ জন একাধিক মামলার আসামি হয়ে আত্মগোপনে৷ দুজন আদালত অবমাননার অপরাধে দণ্ডিত হয়ে পলাতক৷ বাকিরা অসুস্থ, নয়তো রাজনীতিতে নিষ্ক্রিয়৷ একজন বিদেশে৷
কর্মপরিষদেরও একই অবস্থা৷ ১৪ জন কারাগারে৷ বাকিরা গ্রেপ্তার, পলাতক নয়তো রাজনীতিতে নিষ্ক্রিয়৷ পাঁচ নায়েবে আমিরের দুইজনের মৃত্যু হয়েছে৷ অন্যরা কারাগারে, নয়তো পলাতক৷ এ পরিস্থিতিতে সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমানকে নায়েবে আমির পদে পদোন্নতি দিয়ে আনুষ্ঠানিকতা রক্ষা করা হচ্ছে৷
জামায়াতের নিজস্ব হিসাবে গত বছরের ফেব্রুয়ারিতে কাদের মোল্লার রায়ের পর থেকে চলতি বছরের ৯ জানুয়ারি পর্যন্ত সাড়ে তিন শতাধিক নেতাকর্মীর প্রাণ গেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে ও সহিংসতায়৷ ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন তৃণমূলের ৩৭ নেতাকর্মী৷ রাজপথে সহিংসতার অভিযোগে গ্রেফতার হন ৪৪ হাজার নেতাকর্মী৷ এদের বড় অংশ এখনও কারাগারে৷
মহানগরে রাজপথে দলকে সক্রিয় রাখার দায়িত্বে ছিলেন সহকারী সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, শিবিরের সাবেক সভাপতি ডা. ফখরুদ্দিন মানিকের মতো তরুণ নেতারা৷ তারা দুজনই গত আগস্ট থেকে কারাগারে৷ মহানগরের নায়েবে আমির ও নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আবদুল হালিম ছিলেন সামনের সারিতে৷ তিনিও গ্রেফতার হয়েছেন৷
জামায়াত নেতাদের বক্তব্য
জামায়াতের তৃণমূল পর্যায়ের কয়েকজন নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ‘‘জামায়াত তার ইতিহাসে সবচেয়ে দুঃসময় পার করছে৷ কেন্দ্র থেকে তাই সবাইকে ধৈর্য্য ধারণের জন্য বলা হয়েছে৷ আর বিএনপির আচরণ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে৷”
কারাগারের বাইরে থাকা জামায়াতের নেতারা এখন সহিংস আচরণ না করার কৌশল নিয়েছে৷ কারণ তারা মনে করেন, নতুন করে সহিংসতা করলে জামায়াতকে আন্তর্জাতিক পর্যায়ে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করতে সরকারের সুবিধা হবে৷ আর তাহলে জামায়াতের অস্তিত্বই নাজুক হয়ে যেতে পারে৷ কারণ এরই মধ্যে আদালতের নির্দেশে নির্বাচন কমিশন জামায়াতের নিবন্ধন বাতিল করেছে৷ আর যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতের বিচার শুরু হতে পারে৷ এজন্য সরকার ট্রাইবুন্যাল আইন সংশোধনেরও চিন্তা করছে৷ নেতারা চাইছেন এই অবস্থায় অন্তত জামায়াতকে দল হিসেবে রক্ষা করতে৷ নোয়াখালী জামায়াতের নায়েবে আমির জানান, ‘‘কেন্দ্র থেকে আমাদের ধৈর্য্য ধারণের জন্য বলা হয়েছে৷”
আর জামায়াতের মুখপাত্র সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘‘জামায়াতের প্রতিক্রিয়া দেখানো বা কর্মসূচি বাস্তবায়নের ক্ষমতা আছে৷ কিন্তু জামায়াতের নেতা-কর্মীদের দেখামাত্র গুলির নির্দেশের কারণে তারা মাঠে নামতে পারছে না৷” তিনি বলেন, ‘‘জামায়াত বিপাকে আছে সত্য কিন্তু জামায়াত নিঃশেষ হয়ে গেছে এই ধারণা ভুল৷ সময় হলেই জামায়াত তার অবস্থান সংহত করবে৷”
বিএনপি যা বলছে
এদিকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আহমেদ আযম খান বলেন, ‘‘জামায়াতের সঙ্গে বিএনপির কোনো আদর্শিক ঐক্য নেই৷ এটি একটি নির্বাচনী জোট৷ তাই জামায়াতের অভ্যন্তরীণ সংকটে বিএনপির কোনো করণীয় নেই৷ এটা জামায়াতের নিজস্ব ব্যাপার৷”
তিনি বলেন, ‘‘যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতারা দণ্ডিত হয়েছেন, কারোর দণ্ড কার্যকর হয়েছে, গোলাম আযম মারা গেছেন – এগুলো বিএনপি’র বা জোটের কোনো বিষয় নয়, তাই বিএনপি কোনো বিবৃতি, প্রতিবাদ বা শোক প্রকাশ করেনি, দেখায়নি কোনো প্রতিক্রিয়া৷” তবে তিনি মনে করেন, ‘‘এই কারণে বিএনপি-জামায়াতের জোটগত সম্পর্কে কোনো নেতিবাচক প্রতিক্রিয়া হবে না৷ জোট আছে, থাকবে৷”
আওয়ামী লীগের বক্তব্য
এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, ‘‘বিএনপি জামায়াতের সম্পর্ক অটুট আছে৷ তারা কৌশল পরিবর্তন করেছে মাত্র৷ এখন তারা গোপনে যোগাযোগ রাখছে৷ বিএনপি দণ্ডিত জামায়াত নেতাদের ব্যাপারে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া না দেখালে গোপনে সম্পর্ক ঠিক রাখছে৷” তিনি অবশ্য জামায়াতের সঙ্গে সরকার বা আওয়ামী লীগের কোনো গোপন চুক্তি বা সমঝোতার অভিযোগ উড়িয়ে দেন৷- ডিডব্লিউ।