জাতীয় পুরস্কারপ্রাপ্ত ভারতীয় অভিনেত্রী শ্বেতা বসুর দেহব্যবসার খবরে ভারতসহ সারাবিশ্বে তোলপাড় চলছে। ঘটনার পর টনক নড়ছে প্রশাসনের।
এ নিয়ে বিস্তারিত খোঁজ নিতে প্রশাসন বিশেষ সক্রিয় ভূমিকা পালন করছে। সন্দেহজনক বাড়িতে হানা দিচ্ছে পুলিশ। মঙ্গলবার ভারতের ইংরেজবাজার থানা এলাকা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে নতুন একটি পতিতালয়ের সন্ধান পেয়েছে আইন-শৃংখলাবাহিনী। পুলিশের দাবি, এটি দেহব্যবসায়ীদের বড় একটি আস্তানা। তাদের ভাষায় ’মধুচক্রের আসর’।
দিন দুপুরে এই এলাকার সর্বমঙ্গলা পল্লী এলাকার একটি বাড়িতে হানা দিয়ে এর সন্ধান পায়। ওই সময় ২০ জন নারী-পুরুষ সেখানে অবস্থান করছিলেন। এদের মধ্যে পুলিশ ৬ দেহব্যবসায়ীকে গ্রেফতার করে।
পুলিশের দাবি, তল্লাশির আঁচ পেয়ে পালিয়েছে বাকি পতিতারা।বাকিদের খোঁজে তল্লাসি শুরু করেছে তারা।
মধুচক্রে ধরা পড়া যুবতীদের বয়স আনুমানিক ২০-৩০ বছর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওই এলাকাতে এই ধরনের অসমাজিক কাজ চললেও প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি।