বাংলার খবর২৪.কম,কুমিল্লা (উত্তর জেলা): কুমিল্লায় হত্যা মামালার আসামি ধরতে যেয়ে সন্ত্রাসীদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
আহত কনস্টেবলদের গৌরীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক তপন কুমার বক্সী বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং ২০/২৫ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেছেন।
আহতরা হলেন- কনস্টেবল মো. মোস্তাফিজুর রহমান, মো. নুরুল ইসলাম ও আক্তার হোসেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নিহত শ্রমিকদল নেতা মো. মোখলেছুর রহমানের (৪৫) মরদেহ ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়ি পৌঁছায়। এ সময় পুলিশের নিকট খবর আসে এ হত্যায় জড়িত গোয়ালমারী গ্রামের মৃত কালাই মেম্বরের ছেলে রেজাউল করিম এলাকায় রয়েছেন।
দাউদকান্দি মডেল থানার এসআই তপন কুমার বক্সীর নেতৃত্বে একদল সাদা পোশাকের পুলিশ রেজাউল করিমকে ধরতে অভিযান চালায়। তবে এলাকাবাসী সাদা পোশাকের পুলিশকে ছিনতাইকারী মনে করে তাদের ওপর হামলা চালিয়ে আটক রেজাউলকে ছিনিয়ে নেয়। এ সময় এলাকাবাসীর হামলায় পুলিশের তিন কনস্টেবল আহত হন।
দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, “পুলিশের ওপর যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে গোয়ালমারী গ্রামের নিরীহ জনসাধারণ কোনোরকম হয়রানির শিকার হবে না।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান