পারভেজ বিন হাসান: বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে এক হাজার ৭৫৩ জন শিক্ষকের পদোন্নতির চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে এক হাজার ৮৮ জনকে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে এবং ৬৬৫ জনকে সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে।
শুক্রবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ–সংক্রান্ত বিভাগীয় পদোন্নতি কমিটির সিদ্ধান্তে সই করেন। এতে এক হাজার ৭৫৩ জন শিক্ষকের পদোন্নতি চূড়ান্ত হলো।
শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। ওই কর্মকর্তা জানান, সাম্প্রতিক বছরগুলোতে একসঙ্গে এটাই সবচেয়ে বড় পদোন্নতি।
এ ছাড়া কয়েক দিন আগে ৩৬৭ জন সহযোগী অধ্যাপককে অধ্যাপক পদে পদোন্নতি দেয়া হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান