বাংলার খবর২৪.কম, ঢাকা :রাশিয়া থেকে ৩২টি ট্যাংক,১৬টি হাউইটজার কামান, গোলাবারুদ ও যোদ্ধা বোঝাই ট্রাকের বহর ইউক্রেনের পূর্বাঞ্চলে ঢুকেছে। কিয়েভের সেনাবাহিনী শুক্রবার এ কথা জানিয়েছে।
কিয়েভের মুখপাত্র দাবি করেন, ফ্রন্টলাইনে সামরিক সরঞ্জাম এবং রাশিয়ার ভাড়াটে সেনাদের মোতায়েন অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার আন্তসীমান্ত হামলার বরাত দিয়ে এ দাবি করেন তিনি।
এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় সংঘর্ষে ইউক্রেনের পাঁচ সেনা নিহত এবং ১৬ জন আহত হয়েছে বলেও জানান তিনি।
সেপ্টেম্বরের ৫ তারিখে যুদ্ধবিরতি চুক্তি করার পরও ইউক্রেনের সংঘর্ষ বন্ধ হয় নি। সংঘর্ষে এ পর্যন্ত চার হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।
এদিকে,সামরিক সরঞ্জাম ও যোদ্ধাবাহী বহর ঢোকার নতুন এ দাবির পরিপ্রেক্ষিতে ইউক্রেনের পূর্বাঞ্চলে নতুন করে সর্বাত্মক লড়াই শুরু হওয়ার আশংকা করা হচ্ছে।–আইআরআইবি।