বাংলার খবর২৪.কম, চট্টগ্রাম: ফেসবুকে এক কলেজ ছাত্রীর বিকৃত ছবি ছড়ানোর হুমকি দিয়ে তিন লাখ টাকা দাবির অভিযোগে চট্টগ্রামে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার বিকালে চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার রমজান আলী হাট এলাকা থেকে ওই তিন জনকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- আলমগীর হোসেন শাওন, এমরান হোসেন ও মোসলেম উদ্দিন। এদের মধ্যে শাওন ও এমরান কলেজ শিক্ষার্থী।
মোসলেম উদ্দিন রাউজানের রমজান আলী হাট এলাকার একটি দোকানের মালিক। ওই কলেজ ছাত্রীর পরিবারকে মোসলেমের নম্বরে বিকাশের মাধ্যমে টাকা দিতে বলেছিল মাওন ও এমরান।
চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের এসআই সন্তোষ কুমার চাকমা বলেন, “নগরীর একটি কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির এক ছাত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে ছাড়ার হুমকি দেয় শাওন ও এমরান।
“ছবি প্রকাশ বন্ধ করতে তারা তিন লাখ টাকা দাবি করে।”
এ ঘটনায় ওই ছাত্রীর পরিবার ৩০ অক্টোবর নগরীর খুলশী থানায় একটি সাধারণ ডায়েরি করে এবং পুলিশের গোয়েন্দা বিভাগে লিখিত অভিযোগ দেয়।
পুলিশ কর্মকর্তা সন্তোষ চাকমা বলেন, “এরপর বৃহস্পতিবার ফাঁদ পেতে ওই যুবকের বিকাশ করে পাঁচ হাজার টাকা দেয়া হয়। তাদের সঙ্গে যোগাযোগ করে বাকি টাকা দিতে আমরা রাউজান যাই।
“সেখান থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের নগরীতে এনে খুলশী থানায় হস্তান্তর করা হবে।”
এসআই সন্তোষ চাকমা জানান, গ্রেপ্তার আলমগীর দাবি করেছে ওই কলেজ ছাত্রীর সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক ছিল।