বাংলার খবর২৪.কম,ঢাকা: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবারের মহাসমাবেশের জন্য এখনো অনুমতি পায়নি বিএনপি।
শুক্রবার সন্ধ্যার পর ডিএমপির কার্যালয়ে চূড়ান্ত অনুমতির জন্য প্রায় দেড় ঘণ্টা অপেক্ষার পর ফিরে গেছেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বরকত উল্লাহ বুলু ও ঢাকা মহানগর বিএনপির সাবেক সদস্যসচিব আব্দুস সালাম।
নতুন বার্তা ডটকমের কাছে বরকত উল্লাহ বুল বলেন, ‘কালকের (শনিবার) সমাবেশের জন্য এখনো ডিএমপির চূড়ান্ত অনুমতি পাইনি। তবে আমরা আশাবাদী।”
সমাবেশ সফল করতে ইতিমধ্যে দফায় দফায় প্রস্তুতি সভাও করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো।
শনিবার বিকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বলে জানানো হয়েছে। আগামী দিনের আন্দোলন-সংগ্রামের দিকনির্দেশনা থাকতে পারে খালেদা জিয়ার বক্তব্যে।
প্রথমে ৭ নভেম্বর সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে চিঠি দেয় বিএনপি। পরে তা এক দিন পিছিয়ে ৮ নভেম্বর সমাবেশ করার কথা জানিয়ে আবার আবেদন করা হয়।
দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “অনুমতি পাওয়ার সব প্রক্রিয়া আমরা শেষ করে এখন অনুমতিপত্রের অপেক্ষায় আছি। আশা করি যথাসময়ে তা হয়ে যাবে।”
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান