ডেস্ক বাংলার খবর২৪.কম: চীনের মুসলিম অধ্যুষিত জিনজিয়াং প্রদেশের একটি শহরে লম্বা দাঁড়ি রাখা এবং বাসে ভ্রমণের সময় ইসলামী পোশাক পরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
বুধবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম কারামে ডেইলি জানিয়েছে, কারামের নগর কর্তৃপক্ষ শহরের মুসলমানদের বাসে চড়ার সময় হিজাব, নিকাব, বোরকা এবং তারা ও অর্ধ-চন্দ্র প্রতীক বিশিষ্ট পোশাক পরা নিষিদ্ধ ঘোষণা করেছে।
খবরে বলা হয়েছে, পোশাকের নিষেধাজ্ঞার সঙ্গে মুসলিম পুরুষদের লম্বা দাঁড়ি রাখাও নিষিদ্ধ করা হয়েছে।
নগর কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, এই নিষেধাজ্ঞা আগামী ২০ আগস্ট থেকে কার্যকর হবে এবং যারা এটি মানবে না, তাদের আইনের আওতায় আনা হবে।
জিনজিয়াং মধ্য-এশিয়ার একটি সম্পদ সমৃদ্ধ এলাকা। সংখ্যালঘু উইঘুর মুসলিম অধ্যুষিত এই এলাকায় চীন সরকার সন্ত্রাস মোকাবেলার নামে প্রায়ই অভিযান পরিচালনা করে থাকে। গত বছর নিরাপত্তা বাহিনী দিয়ে কয়েকশ’ মুসলিমকে হত্যা করে।
আর সম্প্রতি সরকার এখানে মুসলিম ছাত্রছাত্রী এবং সরকারি চাকরিজীবীদের জন্য রমজানের রোজা রাখা নিষিদ্ধ করে।
এ বিষয়ে নির্বাসিত ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেসের (ডব্লিউইউসি) মুখপাত্র ডিলসাত রকসিত এএফপি- কে বলেছেন, কারামে কর্তৃপক্ষের এই নিষেধাজ্ঞা একটি বৈষম্যমূলক পদক্ষেপ। এতে উইঘুর এবং বেইজিংয়ের মধ্যকার বিরোধ আরো বাড়বে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান