বাংলার খবর২৪.কম : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ষড়যন্ত্রের হাত থেকে নতুন করে রক্ষা করেছিলেন। জিয়া ১৯৭৫ সালে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার সকাল এগারটার দিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এসময় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‘দেশে মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নেই’ সম্প্রতি আওয়ামী লীগের বিভিন্ন নেতার এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে ফখরুল বলেন, মধ্যবর্তী নির্বাচন জনগণই আন্দোলন করে ফিরিয়ে আনবে।
‘শহীদ জিয়াউর রহমানের নির্দেশে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের এমন বক্তব্যের প্রেক্ষিতে মির্জা ফখরুল বলেন, এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।
তিনি আরো বলেন, কর্নেল তাহের দেশে বিশৃঙ্খলা করতে চেয়েছিলো আর জিয়া তা থেকে দেশকে রক্ষা করেছেন।
তারেক রহমান পাকিস্তানের আইএসআই’র এর এজেন্ট আওয়ামী লীগের নেতা কর্মীদের সম্প্রতি এমন বক্তব্যের প্রতিবাদে ফখরুল বলেন, এসব অভিযোগ পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয় ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান