বাংলার খবর২৪.কম, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ৭ নভেম্বরের সমাবেশে হামলা চালিয়েছে স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা। এতে সমাবেশ পণ্ড হয়ে যায়। এ ঘটনায় আহত হয়েছে বিএনপি ও ছাত্রদলের ৬ কর্মী। তাদের একজনকে গুরুতর আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপি ভাটই বাজারে এ সমাবেশ ও মিছিলের আয়োজন করেছিল।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান দিপু জানান, পুলিশের পূর্ব অনুমতি সাপেক্ষে ভাটই হাইস্কুল মাঠ থেকে শুক্রবার সকাল ১০টার দিকে একটি মিছিল বের হয় । মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আব্দুল ওহাব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রাকিকুল হাসান খান দিপুসহ শতাধিক কর্মী সমর্থক। এর পর স্কুল মাঠে সমাবেশ শুরু হলে কয়েক হাজার কর্মী-সমর্থক যোগ দেয় ৭ নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে। কিন্তু ভাটই স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের কিছু নেতাকর্মী অতর্কিতভাবে তাদের সমাবেশে হামলা করে। এতে আহত হয় ছাত্রদল-যুবদলের কর্মী শফিকুল ইসলাম, মিরাজ হোসেন, আনিছুর রহমান, স্বপন, শামিম, মুক্তারসহ বেশ কয়েকজন।
উপজেলা বিএপির সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি আব্দুল ওহাব জানান, বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচীতে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। তিনি এঘটনার তীব্র নিন্দা জানান ও দোষীদের গ্রেফতার দাবি করেন।
এদিকে শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার মোশারফ হোসেন সোনা দাবি করেন, তাদের দলের কোন নেতা-কর্মী এ হামলা বা সংঘর্ষের সঙ্গে জড়িত নয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিঞা জানান, ভাটই বিএনপির সমাবেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ মোতায়েন ছিল। বিচ্ছিন্নভাবে কোনো সংঘর্ষ অন্য কোথাও হলে তো তার দায় পুলিশ নিতে পারে না। সমাবেশস্থলে কিছু হয়নি।