বাংলার খবর২৪.কম, ঢাকা : কয়েক দফা পেছানোর পর শুক্রবার সারাদেশে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৯টা থেকে জেএসসির বাংলা ১ম পত্র এবং জেডিসি’র কুরআন মজিদ ও তাজবীদ পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলে দুপুর ১২টা পর্যন্ত।
সারা দেশের ২০ লাখ ৯০ হাজার ৬৯২ শিক্ষার্থী ২ হাজার ৫২৫টি কেন্দ্রে এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সকালে রাজধানীর কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন।
আমাদের সিলেট প্রতিবেদক জানান, যথা সময়ে সকাল ৯টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২টায় তা শেষ হয়েছে।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মান্নান বলেছেন, এবার শান্তিপূর্ণভাবেই প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে। কোথাও কোন ধরনের সমস্যা হয়নি।