বাংলার খবর২৪.কম : লক্ষ্মীপুর সদরের লতিফপুর গ্রামে সোলায়মান উদ্দিন জিসান বাহিনীর সঙ্গে ফের পুলিশের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসী বাহিনীর সদস্য রুবেল ও জসিম নামের দু’জন গুলিবিদ্ধ হয়েছে বলে স্থানীয়রা নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে জিসানের অনুসারীরা চন্দ্রগঞ্জ বাজারে দু’টি ইঞ্জিন চালিত রিকশায় অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।
তবে হতাহত হয়েছে বলে খবর ছড়িয়ে পড়লেও পুলিশ ও সংশ্লিষ্ট দায়িত্বশীল কেউ তা নিশ্চিত করতে পারেনি। বাহিনী প্রদান জিসান পুলিশের তালিকাভুক্ত আসামি। তার বিরুদ্ধে সন্ত্রাসী, হত্যাসহ সদর থানায় বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।
জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাসী বাহিনী প্রদান জিসানকে গ্রেফতার করতে পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানের নেতৃত্বে কয়েকটি দলে ভাগ হয়ে বিপুল সংখ্যক পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।