বাংলার খবর২৪.কম: আফগানিস্তানের সামরিক একাডেমিতে এক আফগান সেনার গুলিতে মার্কিন মেজর জেনারেল হ্যারল্ড গ্রিন নিহত হয়েছেন।
রাজধানী কাবুলের পশ্চিমে অবস্থিত বৃটিশ সামরিক বাহিনী পরিচালিত সেনা একাডেমিতে মঙ্গলবার এ গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এটি কাবুল এএনএ অফিসার একাডেমি নামেও পরিচিত। আফগানিস্তানে এখন পর্যন্ত নিহতদের মধ্যে তিনিই সর্বোচ্চ মার্কিন সেনা কর্মকর্তা।
এছাড়াও গুলিতে আহত হয়েছে এক আফগান জেনারেল এবং এক জার্মান ব্রিগেডিয়ার, দুই বৃটিশ এবং কয়েক জন মার্কিন সেনাসহ অন্তত ১৫ জন।
মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের দিকে দুদল আফগানের মধ্যে কথা কাটাকাটিকে কেন্দ্র করে গুলি বর্ষণের ঘটনা ঘটেছ।
তিন বছর আগে নিয়োগপ্রাপ্ত এক আফগান সেনা একটি গার্ড পোস্ট থেকে পদস্থ আফগান এবং বিদেশি সেনাদের ওপর গুলি বর্ষণ করে বলে আফগান প্রতিরক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে।
গুলি ছোঁড়ার জন্য মার্কিনিদের ইস্যু করা এম১৬ রাইফেল ব্যবহার করেছে ওই সেনা। তাকে পরে গুলি করে হত্যা করা হয়েছে। অবশ্য নিহত সেনার নাম-পরিচয় জানা যায়নি।
গুলিবর্ষণের ঘটনায় আহতদের মধ্যে সামরিক একাডেমির পরিচালক জেনারেল গুলাম সাখিও রয়েছেন।
চলতি বছর শেশে আফগানিস্তানে মাত্র ১০ হাজার মার্কিন সৈন্য মোতায়েন থাকবে। ২০১৬ সালের মধ্যে সব মার্কিন সেনাকে আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেয়া হবে।
এদিকে ভিয়েতনাম যুদ্ধের পর এই প্রথম মার্কিন সেনাবাহিনীর মেজর জেনারেল পর্যায়ের এক সেনা কর্মকর্তা নিহত হলেন। পেন্টাগন একে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দাবি করে বলেছে, আফগান ও বিদেশি সেনাদের মধ্যে আস্থা ভেঙ্গে পড়েনি।
আফগান সেনার গুলিতে বিদেশি সেনা নিহত হওয়ার ঘটনাকে ‘গ্রিন অন ব্লু’ নামে অভিহিত করা হয়। এ ধরনের ঘটনাকে কথিত ‘অভ্যন্তরীণ হামলা’ বলেও অভিহিত করা হয়।
কথিত ‘অভ্যন্তরীণ হামলাকে পেন্টাগন আফগানিস্তানে সবচেয়ে ‘মারাত্মক হুমকি’ বলে অভিহিত করেছে। ২০১২ সালে দেশটিতে যত বিদেশি সেনা নিহত হয়েছে তাদের ১৪ শতাংশই আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদের হামলায় নিহত হয়েছে।
২০১২ সালে এ জাতীয় ঘটনায় অন্তত ৪৪ জন ন্যাটো সেনা নিহত হয়েছে।