বাংলার খবর২৪.কম : পদোন্নতি পাওয়া শিক্ষকদের অর্জিত সময় থেকে পদ মর্যাদাসহ প্রাপ্য সুবিধাদি না দেওয়ায় বিভিন্ন প্রশাসনিক এবং একাডেমিক পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
এছাড়া পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী উপাচার্যকে বয়কটের সিদ্ধান্তও অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালের এক জরুরি সাধারণ সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক ড. পরিমল চন্দ্র বর্মন।
সিদ্ধান্ত অনুযায়ী ৯ নভেম্বর রোববার শিক্ষক সমিতির মাধ্যমে পদত্যাগ করবেন শিক্ষকরা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান