বাংলার খবর২৪.কম : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের জেরে ঢাকাস্থ পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার আহমদ হোসাইন দায়োকে তলব করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত পররাষ্ট্র সচিব (দ্বিপক্ষীয়) মিজানুর রহমান তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠান।
এসময় পাকিস্তানের দায়িত্বশীল মন্ত্রীর দ্বারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সমালোচনা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলানো উল্লেখ করে পাক কূটনীতিককে ভবিষ্যতের জন্য হুঁশিয়ার করে দেন সচিব মিজানুর রহমান।
প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ রায়কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে উল্লেখ করেন তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান