বাংলার খবর২৪.কম : বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে বেয়াদব আখ্যা দিয়ে ড.হাছান মাহমুদ বলেছেন, বিএনপির নেতারা দিনে স্বাভাবিক থাকলেও রাতে অস্বাভাবিক থাকে। গয়েশ্বর একটা বেয়াদব লোক। তা না হলে সে বলত না যে জিয়াউর রহমান শেখ হাসিনাকে বাংলাদেশে আসার সুযোগ দিয়ে ভুল করেছেন।
তিনি বলেন, প্রকৃতপক্ষে জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে আসা নিয়ে অনেক বাধার সৃষ্টি করেছিলেন। কিন্তু সকল বাধা উপেক্ষা করে হাসিনা দেশের মাটিতে ফিরে এসেছেন।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের আয়োজিত হরতালবিরোধী মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ অভিযোগ করে বলেন, শেখ হাসিনা দেশে আসার পর ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে মিলাদ পড়াতে চেয়েছিলেন। কিন্তু জিয়াউর রহমান তাকে অনুমতি দেননি। অনুমতি না পেয়ে তিনি ৩২ নম্বর এর বাড়ির বাহিরের রাস্তায় মিলাদ পড়িয়েছিলেন।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ হরতাল প্রত্যাখ্যান করায় আজ জামায়াত চোরাগোপ্তা হরতাল পালন করছে। জামায়াতের সঙ্গে বিএনপির গভীর প্রেমের সম্পর্ক থাকায় তারাই জামায়াতকে দিয়ে এ হরতাল করাচ্ছে।
বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে হাছান মাহমুদ বলেন, জনগণ কর্তৃক প্রত্যাখাত হয়ে আজ তারা ষড়যন্ত্র করছে। তাদের এই ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙ্গে দিতে হবে।
সংগঠনের ভারপ্রাপ্ত সহ-সভাপতি মেজবাহ উদ্দিন শফির সভাতিত্বে এ সময় আরো বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মুন্সী এবাদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মকবুল সোহেল, সংগঠনের ঢাকা দক্ষিণের যুগ্ম প্রচার সম্পাদক বাবুল হাওলাদার প্রমুখ।