বাংলার খবর২৪.কম : গাজীপুর সিটি করপোরেশনের জরুন এলাকায় একটি শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডে ২০টি বসত ঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহীন আলম জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মহানগরের জরুন এলাকার আফসার উদ্দিনের টিনসেডের কলোনিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা আশেপাশের কক্ষে ছড়িয়ে পড়ে। এসময় আগুনে ওই কলোনির দুটি ঘর ও ঘরে থাকা মালামাল ও আসবাবপত্র পুড়ে যায়।
খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন ও কারখানা শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান