বাংলার খবর২৪.কম : প্রথম ইনিংসে স্বাগতিক বাংলাদেশের ৪৩৩ রানের জবাবে ৫ উইকেটে ৩৩১ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে সফরকারী জিম্বাবুয়ে ক্রিকেট দল। ফলে খুলনা টেস্টের ফলাফল পেতে হলে আগামী দুই দিনে দুই দলের প্রায় ২৫ উইকেট পতন হতে হবে। এই অবস্থায় বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল-হাসান মনে করেছেন খুলনা টেস্টটি ড্র হতে চলেছে।
খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখী হয়ে সাকিব এসব মন্তব্য করেন। তিনি বলেন, ‘ক্রিকেট অনিশ্চয়তার খেলা। এক-দুই ঘণ্টায় অনেক কিছু হতে পারে। আমরা এখনও আশাবাদী। কিন্তু এই মুহূর্তে আমার মনে হচ্ছে, ম্যাচটি ড্র হতে চলেছে।’
এ সময় তিনি বলেন, ‘কাল (বুধবার) যত তাড়াতাড়ি সম্ভব, পারলে এক ঘণ্টার মধ্যে ওদের অলআউট করতে হবে। এটা কঠিন। সঙ্গে (দ্বিতীয় ইনিংসে) আমাদের তাড়াতাড়ি রান করতে হবে, এই উইকেটে যেটা করা কঠিন। তারপর ওদের আবার ১০ উইকেট নিতে হবে। সেটা আরও কঠিন। সবগুলো কাজই কঠিন, কিন্তু অসম্ভব নয়। আমরা যদি এই কাজগুলো ঠিকভাবে করতে পারি তাহলে ম্যাচ জেতা সম্ভব।’
তৃতীয় দিনে স্বাগতিক ফিল্ডারদের পিচ্ছিল হাতের কারণে বেশ কয়েকবার জীবন পেয়েছেন প্রতিপক্ষের ব্যাটসম্যানরা। তৃতীয় দিন শেষে ১৫৪ রানে অপরাজিত থাকা মাসাকাদজার ক্যাচও ইনিংসের প্রথম দিকেই একাধিক বার ফেলেছে স্বাগতিক ফিল্ডাররা। এর খেশারত ভালোভাবেই দিতে হচ্ছে টাইগারদের।
এ বিষয়ে সাকিব বলেছেন, ‘ফিল্ডিং এই ধরনের ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এই ধরনের পিচে ক্যাচ ও হাফ চান্সগুলো নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। যেই একটা-দুইটা সুযোগ আমরা নিতে পারেনি সেগুলো আমাদের জন্য অনেক ব্যয়বহুল হয়ে গেছে।’
প্রথম ইনিংসে টেস্টের প্রথম দিনে অনেকটা ধীর গতিতে রান তুলেছে স্বাগতিক বাংলাদেশ। টস জিতে সারাদিন ব্যাটিং করে মাত্র ১৯৩ রান তুলেছিলো টাইগারা। এ বিষয়ে সাকিব বলেছেন, ‘আরও কিছু রান হলে অবশ্যই ভাল হতো। কারণ টেস্টে প্রথম দিন যদি ২-৩ উইকেটও পরে তাহলেও এত কম রান দিয়ে কিন্তু হয়না। কমপক্ষে ২৫০ রানের মতো হওয়া দরকার। তবে যারা (প্রথম দিনে) ব্যাটিং করেছে তারা বলছে শট খেলা সহজ ছিলনা। তারপর ওরা (জিম্বাবুয়ে) অনেক ভালো বল করেছে এবং অনেক ডিফেন্সিভ ফিল্ডিং সেট করেছিল।’
দিন শেষ হওয়ার আগে প্রতিপক্ষের আরও দুটি উইকেট পড়লে ভালো হতে বলে মনে করেছেন সাকিব। তিনি বলেন, ‘মধ্যাহ্ন বিরতির পর আমরা দ্রুত ৩ উইকেট তুলে নিয়েছিলাম। ওই সময়টা ধরে রাখতে পারলে ভালো হতো। আমরা ভাল বোলিং করতে পারিনি। আমরা যদি শেষ সেশনে দুটি উইকেটও নিতে পারতাম তাহলে পুরো দিনটা আমাদের হতো।’
খুলনা টেস্ট শুরু হওয়ার আগে আশা করা হচ্ছিল বেশ স্পিন বন্ধব হবে উইকেট। কিন্তু বাস্তুবে খুলনায় স্পিনাররা সেভাবে টার্ন পাচ্ছেননা। এ বিষয়ে সাকিব বলেন, ‘আমরা স্পিনারদের জন্য আরেকটু বেশি (টার্ন) আশা করছিলাম। সেটা হয়তো এখানে নাই। তারপরও আমার কাছে মনে হয় আমরা যথেষ্ট সুযোগ তৈরি করেছিলাম। যদি সেই সুযোগগুলো নিতে পারতাম তাহলে অলআউট করতে না পারলেও ৭-৮ উইকেট নিতে পারতাম।’
ঢাকা টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ ছিলেন সাকিব। তবে খুলনায় প্রথম ইনিংসেই টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ ১৩৭ রান তুলে নিয়েছেন দেশ সেরা এই ক্রিকেটার। এ বিষয়ে সাকিব বলেছেন, ‘প্রথম টেস্টে তো রান করতে পারিনি। স্বাভাবিকভাবে যখন অনেক দিন পর আপনি খেলবেন রান করা খানিকটা কঠিন হয়ে যাবে। বোলিংটা তাও ঠিক আছে। কিন্তু ব্যাটিংটা তো অন্য বিষয়। আমি আশা করিনি যে, এত তাড়াতাড়ি রান পাব। মনে করেছিলাম আরও ২-৩ ইনিংস আরও লাগবে। কারণ আট-দশ মাস পর টেস্ট খেলছি। মাথায় টেস্ট ম্যাচের সিচুয়েশনের কথা চিন্তা করতেও টাইম লাগার কথা। তারপর যেটা হয়েছে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি। আশা করছি সামনে আরও ভাল হবে ইনশাল্লাহ।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান