বাংলার খবর২৪.কম : জামায়াতের ডাকা সারাদেশে হরতালের সমর্থনে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ৩টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
এসময় একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে র্যাব-৪।
বুধবার রাত ৮ টা ৫০ মিনিটে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত ৮টা ৫০ মিনিটে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা চলন্ত গাড়ি থেকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজ্জাক প্লাজার সামনে দুটি, রাজালাখ ফার্মের সামনে একটি ও সিটি সেন্টারের সামনে একটি ককটেল ছুঁড়ে মারে।
এসময় তিনটি ককটেল বিস্ফোরণ ঘটলেও রাজ্জাক প্লাজার সামনে থেকে একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে র্যাব-৪ এর সদস্যরা।
এদিকে ককটেল বিস্ফোরণের পর থেকেই সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার পথচারী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
অনেকই তাদের দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়।
এ ব্যাপারে সাভার মডেল থানার (ওসি) মোস্তফা কামাল ককটেল বিস্ফোরণের বিষয়টি অস্বীকার করে বলেন, বাসস্ট্যান্ড এলাকায় গাড়ির টায়ার বিস্ফোরণ হয়েছে। আর র্যাব ককটেল সদৃশ্য একটি বস্তু পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান