বাংলার খবর২৪.কম : গাজীপুর বাসন সড়কে কাভার্ডভ্যান ও প্রাইভেট কারে অগ্নিসংযোগের কয়েক ঘণ্টা পর গাজীপুরের জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকায় ফের একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে হরতাল কারীরা। এতে আগুন ধরে সম্পূর্ণ বাসটি ভস্মীভূত হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা গাজীপুর রোডে বলাকা পরিবহনের বাসটি ঢাকা থেকে জয়দেবপুর বাসস্ট্যান্ডের দিকে ফিরছিল। বাসটি সিটি করপোরেশনের জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকার স্থানীয় শহীদ স্মৃতি স্কুলের সামনে পৌঁছালে হরতালের সমর্থনে ১০/১২ জনের একটি ঝটিকা মিছিল বের করে। ঝটিকা মিছিল থেকে বাসটিকে লক্ষ্য করে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে হরতাল সমর্থকরা।
এতে আগুনে বাসের সামনের অংশ ও সিট পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আধ ঘণ্টার চেষ্টার পর আগুন নেভান।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহীন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাড়িতে কয়েকজন যাত্রী থাকলেও আহত কাউকে পাওয়া যায়নি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান