বাংলার খবর২৪.কম ডেস্ক : প্রায়শই রক্ত পরীক্ষা করাতে গেলে ডাক্তার আমাদের শিরা খুঁজে পান না।যার ফলে রোগী কে বার বার সুচের আঘাতে ব্যাথা পেতে হয়।আর এটি কোন বিরল ঘটনা না।
সম্প্রতি অস্ট্রেলিয়ার রেডক্রস সংস্থা নতুন ডিভাইসের সাহায্যে শিরা খুঁজে বের করার পরীক্ষামূলক কার্যক্রম চালায়। এই কার্যক্রমে সিডনী শহরের চ্যাটসউড এবং এলিজাবেথ ডোনার সেন্টারের ৯০০ রক্তদাতার রক্ত নিতে এই ডিভাইসটির পরীক্ষা করা হয়।
পরীক্ষাটির গবেষক ড্যান ওয়ালার-এর মতে,পোর্টেবল এই ভেইন ভিজুয়ালাইজেশন স্ক্যানার মানুষের ত্বকের নিচের শিরা সহজেই খুঁজে বের করে দেখাবে। ডিভাইসটিতে ইনফ্রারেড প্রযুক্তির মাধ্যমে রোগীর শিরার ইমেজ দেখা যাবে।
মানুষের শিরায় আছে প্রচুর ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন যা ইনফ্রারেড লাইট শোষণ করে আর ডিভাইসটি এই তথ্যের সাহায্যে ইমেজটি দেখাবে যার ফলে সহজেই শিরা খুঁজে বের করা যাবে। ফলে রক্তদাতারা স্বচ্ছন্দে রক্ত দিতে পারবে।
শিরোনাম :
ইনফ্রারেড স্ক্যানার দিয়ে সহজেই শিরা খুঁজে বের করা যাবে
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৩:৩৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০১৪
- ১৬৮৬ বার
Tag :
জনপ্রিয় সংবাদ