পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের

মার্কিন সিনেটে রিপাবলিকানের সংখ্যাগরিষ্ঠতা

বাংলার খবর২৪.কম500x350_9cdf45469a94ec06aeac2c34fffc5715_International-220141105100356 ডেস্ক : আমেরিকান কংগ্রেসের উভয় কক্ষের মধ্যমেয়াদী নির্বাচনে সিনেটের লড়াইয়ে আধিপত্য প্রতিষ্ঠা করেছে বিরোধী রিপাবলিকান পার্টি। এমনকি ক্ষমতাসীন ডেমোক্র্যাটদের এলাকাতেও জয় ছিনিয়ে নিয়েছে দলটি। আর এ জয়ের মাধ্যমে রিপাবলিকানরা প্রেসিডেন্ট ওবামার আগামী দুই বছরের শাসনে এবার ছড়ি ঘুরানোর সুযোগ প্রতিষ্ঠা করে নিল।

রিপাবলিকান পার্টি নির্বাচনে কলারাডো, আরকানসাস, লোয়া, মনটানা, নর্থ ক্যালিফোর্নিয়া, সাউথ ডেকোথা ও ওয়েস্ট ভারজিনিয়িার সিনেট আসনে জয় পেয়েছে। এগুলো ছাড়াও অনান্য আসনে জয় পেতে যাচ্ছে রিপাবলিকান।

এদিকে এবিজয়কে প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে জনগণের রেফারেন্ডাম ও অসন্তুষ্টি প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছে দলটি। মঙ্গলবারে পাওয়া ফলাফলে দেখা যাচ্চে সিনেটের ১০০টি আসনের মধ্যে ইতিমধ্যে এক তৃতীয়াংমে জয় পেয়েছে রিপাবলিকান।

সিনেটের রিপাবলিকান নেতা মিচ ম্যাক কননেল তার কেনটাকি আসনে জয় ধরে রেখেছেন। সিনেটের ফলাফল ছাড়াও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ভাল অবস্থান ধরে রেখেছে রিপাবলিকান পার্টি।

ম্যাক কননেল বলেন, ‘‘আমি ক্ষমতাসীনদের উদ্বেগ শোনছি, এটা আমার উদ্বেগ বলে মনে করছি। আমরা ওয়াশিংটনেই আমাদের কথাগুলো বলবো।’’

তিনি বলেন, ‘‘আপনারা যদি নির্বাচন ফলের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন, জনগণ যে জবাব দিচ্ছে তা আমি কিংবা আমার দলের বিরুদ্ধে নয়। জনগণ এ সরকারকে আর বিশ্বাস করতে পারছে না।’’

গতকাল মঙ্গলবার কংগ্রেসের উভয় কক্ষের মধ্যমেয়াদী নির্বাচন অনুষ্ঠিত হয়।
নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সবগুলো আসন এবং সিনেটের ত্রিশটি আসনের জন্য এই ভোটাভুটি হয়।

এর ফলাফলের মধ্যে দিয়ে নির্ধারিত হবে – প্রেসিডেন্ট বারাক ওবামাকে মেয়াদের শেষ দুটি বছরে তার রাজনৈতিক প্রতিপক্ষ রিপাবলিকানদের সঙ্গে কতটা শক্ত লড়াই করতে হবে।

মনে করা হচ্ছে রিপাবলিকানরা এই নির্বাচনে ভালো করবে। নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে এখনই রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

শুধু তাই নয়, উচ্চ কক্ষ সিনেটের ভোটে যদি রিপাবলিকানরা মাত্র ছয়টিতে জয়লাভ করে – তাহলেই সিনেটে তাদের সংখ্যাগরিষ্ঠতা হয়ে যাবে।–বিবিসি।

Tag :
জনপ্রিয় সংবাদ

দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া

মার্কিন সিনেটে রিপাবলিকানের সংখ্যাগরিষ্ঠতা

আপডেট টাইম : ০৩:২২:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০১৪

বাংলার খবর২৪.কম500x350_9cdf45469a94ec06aeac2c34fffc5715_International-220141105100356 ডেস্ক : আমেরিকান কংগ্রেসের উভয় কক্ষের মধ্যমেয়াদী নির্বাচনে সিনেটের লড়াইয়ে আধিপত্য প্রতিষ্ঠা করেছে বিরোধী রিপাবলিকান পার্টি। এমনকি ক্ষমতাসীন ডেমোক্র্যাটদের এলাকাতেও জয় ছিনিয়ে নিয়েছে দলটি। আর এ জয়ের মাধ্যমে রিপাবলিকানরা প্রেসিডেন্ট ওবামার আগামী দুই বছরের শাসনে এবার ছড়ি ঘুরানোর সুযোগ প্রতিষ্ঠা করে নিল।

রিপাবলিকান পার্টি নির্বাচনে কলারাডো, আরকানসাস, লোয়া, মনটানা, নর্থ ক্যালিফোর্নিয়া, সাউথ ডেকোথা ও ওয়েস্ট ভারজিনিয়িার সিনেট আসনে জয় পেয়েছে। এগুলো ছাড়াও অনান্য আসনে জয় পেতে যাচ্ছে রিপাবলিকান।

এদিকে এবিজয়কে প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে জনগণের রেফারেন্ডাম ও অসন্তুষ্টি প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছে দলটি। মঙ্গলবারে পাওয়া ফলাফলে দেখা যাচ্চে সিনেটের ১০০টি আসনের মধ্যে ইতিমধ্যে এক তৃতীয়াংমে জয় পেয়েছে রিপাবলিকান।

সিনেটের রিপাবলিকান নেতা মিচ ম্যাক কননেল তার কেনটাকি আসনে জয় ধরে রেখেছেন। সিনেটের ফলাফল ছাড়াও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ভাল অবস্থান ধরে রেখেছে রিপাবলিকান পার্টি।

ম্যাক কননেল বলেন, ‘‘আমি ক্ষমতাসীনদের উদ্বেগ শোনছি, এটা আমার উদ্বেগ বলে মনে করছি। আমরা ওয়াশিংটনেই আমাদের কথাগুলো বলবো।’’

তিনি বলেন, ‘‘আপনারা যদি নির্বাচন ফলের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন, জনগণ যে জবাব দিচ্ছে তা আমি কিংবা আমার দলের বিরুদ্ধে নয়। জনগণ এ সরকারকে আর বিশ্বাস করতে পারছে না।’’

গতকাল মঙ্গলবার কংগ্রেসের উভয় কক্ষের মধ্যমেয়াদী নির্বাচন অনুষ্ঠিত হয়।
নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সবগুলো আসন এবং সিনেটের ত্রিশটি আসনের জন্য এই ভোটাভুটি হয়।

এর ফলাফলের মধ্যে দিয়ে নির্ধারিত হবে – প্রেসিডেন্ট বারাক ওবামাকে মেয়াদের শেষ দুটি বছরে তার রাজনৈতিক প্রতিপক্ষ রিপাবলিকানদের সঙ্গে কতটা শক্ত লড়াই করতে হবে।

মনে করা হচ্ছে রিপাবলিকানরা এই নির্বাচনে ভালো করবে। নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে এখনই রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

শুধু তাই নয়, উচ্চ কক্ষ সিনেটের ভোটে যদি রিপাবলিকানরা মাত্র ছয়টিতে জয়লাভ করে – তাহলেই সিনেটে তাদের সংখ্যাগরিষ্ঠতা হয়ে যাবে।–বিবিসি।