বাংলার খবর২৪.কম ডেস্ক : মিশরের উত্তরাঞ্চলে শিক্ষার্থী বহনকারী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছে বলে গণমাধ্যমে জানা গেছে। এ ঘটনায় কমপক্ষে ১৮ জন আহত হয়েছে। বাসটি শিক্ষার্থীদের নিয়ে স্কুলে যাচ্ছিল। আজ বুধবার কায়রো থেকে ১৬০ কিলোমিটার (১০০মাইল) উত্তরে অবস্থিত দামানহুরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
বাসটি প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের বহন করছিল। এ ঘটনায় কতজন শিশু মারা গেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। কারণ দুর্ঘটনার পর গাড়িদুটো আগুনের কুন্ডলীতে পরিণত হওয়ায় মৃতদেহগুলো খুবই খারাপভাবে ঝলসে গেছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। মিশরে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। গত বছর দেশটিতে ১৫০০টির বেশি দুর্ঘটনা ঘটেছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান