বাংলার খবর২৪.কম: রাজধানীর ফার্মগেট ও আজিমপুরে দুইটি যাত্রীবাহী মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। তবে এতে কেনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার রাত ৮ টা ৫ মিনিটে ফার্মগেট ও ৮টা ১০ মিনিটে আজিমপুরের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিসের ফোন অপারেটর ফরিদ উদ্দিন জানান, ফার্মগেটের ডেইলি স্টার অফিসের সামনে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে।
এদিকে একই সময় আজিমপুর মা ও শিশু হাসপাতালের সামনে অপর একটি যাত্রীবাহী বাসে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পলাশবাড়ীর দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।