বাংলার খবর২৪.কম : বহু আলোচিত কৃষ্ণসার শিকার মামলার রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। এই মামলায় অন্যতম অভিযুক্ত ‘দবং হিরো’ সালমান খান। এছাড়া বলিউডের আরও এক ঝাঁক ব্যক্তিত্বের নাম অভিযুক্তের তালিকায় আছে। বুধবার এই মামলার রায় দানের কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তা স্থগিত রাখা হয়েছে।
সংরক্ষিত কৃষ্ণসার হরিণ শিকার মামলায় ২০০৬ সালে সালমানকে দোষী সাব্যস্ত করে জয়পুরের এক আদালত। বলিউডের এই তারকার বিরুদ্ধে ৫ বছরের কারাবাসের সাজা ঘোষণা করা হয়েছে। কিন্তু নিম্ন আদালতের এই রায়ের উপরে স্থগিতাদেশ দেয় রাজস্থান হাই কোর্ট। এই স্থগিতাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করা হয়েছে রাজস্থান সরকারের তরফে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান